বিবর্ণ# সাপ্তাহিক প্রতিযোগিতা #
জীবনের রঙিন ছবি
কেন ভেঙেছো বারেবার? কি সুখে ভাঙো
এই ছোটো ভাল লাগা?
আকাশ টা কে করে দিয়ে ঘষা কাঁচ
নিয়মের বেড়াজাল ঘিরে
শুধু আটকে রাখতে চাও!
কি সুখ পাও তুমি?
ধূসর পৃথিবী চাই না তো
চাই অন্ত…
বিবর্ণ# সাপ্তাহিক প্রতিযোগিতা #
জীবনের রঙিন ছবি
কেন ভেঙেছো বারেবার? কি সুখে ভাঙো
এই ছোটো ভাল লাগা?
আকাশ টা কে করে দিয়ে ঘষা কাঁচ
নিয়মের বেড়াজাল ঘিরে
শুধু আটকে রাখতে চাও!
কি সুখ পাও তুমি?
ধূসর পৃথিবী চাই না তো
চাই অন্তহীন নীলাকাশ
চাই বসন্তের প্রথম কোকিল ডেকে উঠুক
আমারই কানে কানে। # মৈত্রেয়ী #