মধ্যবিত্ত ।।
তরুন চট্টোপাধ্যায় ।
*********
মাঝের তাকের আলমারিতে আমরা মধ্যবিত্ত
উঠিতে পারিনি ঠোক্কর খেয়ে নামিনি কৌলিন্যের ভয়ে
কেমন আছিগো মধ্যবিত্ত লাজ লজ্জার সাথে।
গরীব সেতো গরীব ছিলই চেয়ে চিন্তেই দিন
আজ আনি আজ খেয়ে ফেলি কাল আছে …
মধ্যবিত্ত ।।
তরুন চট্টোপাধ্যায় ।
*********
মাঝের তাকের আলমারিতে আমরা মধ্যবিত্ত
উঠিতে পারিনি ঠোক্কর খেয়ে নামিনি কৌলিন্যের ভয়ে
কেমন আছিগো মধ্যবিত্ত লাজ লজ্জার সাথে।
গরীব সেতো গরীব ছিলই চেয়ে চিন্তেই দিন
আজ আনি আজ খেয়ে ফেলি কাল আছে বরাভয়
সরকার আছে দান ধ্যান আছে ফটো ওঠে রোজ রোজ
মধ্যবিত্ত টোকা খাওয়া মাথা দরজা বন্ধ করে।
ছেলের মাইনে গ্যাসের দামেতে ই এম আই এ আছে টান
ফাঁকা হাঁড়ি কুড়ি মেয়েদের শাড়ি লজ্জা ঢাকার দায়
এই ভাবে দিন যায় চলে যায় যেমন চলেছে আগে
বুকে বিপ্লব চোখে স্বপ্নের দিন গুজরান আছে।
ধনী সেতো আজও টাকার পাহাড়ে টাকা বানানোর কল
মধ্যবিত্ত বাবার অসুখ মায়ের চোখেতে জল
দু চাকার গাড়ি চার চাকা হলে পড়শী তাকিয়ে চোখ
ঋন বেড়ে যায় আলোক লুকায় হারায় পূর্বের মাঠ।
চলছে চলছে মধ্যবিত্ত পরিযায়ী হয়ে দেশে দেশে
কে রাখে খবর কে দেখে অসুখ কুড়ে কুড়ে খেয়ে গেছে।
মাঝের সারির দুঃখের কথা ভাবেনিতো কোনজনে
খাতা কলমেই কেরানির দল বেশ ছিলো জনে জনে
আজ গেলে কাল দুদিন হবেই এই অঙ্কেতে আজও দিন
বারমাস্যায় মধ্যবিত্ত মানচিত্রেই মলিন।
বেশ আছি আজ আরতো কদিন জমা ফুরালেই শেষ
মধ্যবিত্ত শেষের খবরে লেখা থাকে অক্লেশ।
কেমন আছো গো মরাগাঙে ভেসে মাঝের তাকেতে তুমি
এভাবেই জানি সন্ধ্যা নামছে পাখিদের রব শুনি।