Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সাহিত্য সৃষ্টি পরিবারের সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৬
বিভাগ - গল্প
বিষয় - ভালো থাকুক মন
শিরোনাম - এক পশলা বৃষ্টি
কলমে -স্বাতী মন্ডল
তারিখ - ২২/৪/২০২০

লাল রঙে সূর্যটা ডুবছে তখন | অলসতার আগুনে দগ্ধ পৃথিবী | বারান্দায় এক কোণে দাঁড়িয়ে সাজি | মনের খাতায় রঙ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৬
বিভাগ - গল্প
বিষয় - ভালো থাকুক মন
শিরোনাম - এক পশলা বৃষ্টি
কলমে -স্বাতী মন্ডল
তারিখ - ২২/৪/২০২০

লাল রঙে সূর্যটা ডুবছে তখন | অলসতার আগুনে দগ্ধ পৃথিবী | বারান্দায় এক কোণে দাঁড়িয়ে সাজি | মনের খাতায় রঙীন রংতুলিতে স্বপ্ন আঁকছে | মন জুড়ে অলিগলিতে অচেনার
 আনাগোনা | কাল তার বিয়ে |

শুধু আজের এই রাতটুকু তার নিজস্ব | চেনা গন্ডি চেনা পরিচয় পিছনে ফেলে পায়ে পায়ে এগিয়ে যাওয়া | ভালো থাক তার চেনা মানুষরা |  শব্দহীনতায় রইলো উজাড় অনুভূতির অঞ্জলি |

আজ তার ফুলসজ্জা | একা বসে সাজি, নানান কল্পনা মন জুড়ে | খানিক পরে ঘরে আসে তার স্বামী অভিক | কাছে এসে বসে | তার হাত নিজের হাতে নিয়ে বলে আজ থেকে তুমি শুধু আমার |

সাজির বিবাহিত জীবন এক বছর পার করলো |
এই এক বছর প্রতিটি মুহূর্ত তার নীরব যন্ত্রণার |
বিয়ের কদিন যেতে না যেতে সে বুঝতে পেরেছিলো তার স্বামী ভীষণ সন্দেহপ্রবণ | ফিরে যেতে চেয়েছিলো,  কিন্তু মা বাবা বলেছেন মানিয়ে নিতে |

দমবন্ধ হয়ে আসে সাজির | ছটফট করে প্রাণটা | বিনা কারণে সন্দেহ করে অভিক | একটু ছাদে বা বারান্দায় দাঁড়ানোও তার বারণ |

এমনি করে যেন একটা কাঠের পুতুলে পরিণত হয় সে | তিন বছর পর একটা ছোট্ট জ্যান্ত পুতুল কোলে আসে তার | অনেক আশায় মেয়ের নাম রাখে বৃষ্টি |

 ভালো আছে সাজি এখন | মেয়ে হবার পর একদম আলাদা মানুষ হয়ে গেছে অভিক | মেয়ের নাম রাখা সার্থক হয়েছে |

বেলাশেষে সাজির জীবন জুড়ে নামে এক পশলা বৃষ্টি | রামধনু রঙে জীবন আবার নতুন স্বপ্ন আঁকবে |

শব্দ সংখ্যা - ১৯৮