সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৬
বিষয়ঃ ভালো থাকুক মন।
বিভাগঃ পদ্য কবিতা।
কবিতার শিরোনামঃ মোহময় প্রকৃতি।
স্বরবৃত্তে(৪+৪+৪+১)
কবিঃ ভবানী প্রসাদ দাশগুপ্ত।
তারিখঃ ২১/০৪/২০২০
অবারিত সুনীল আকাশের কোলে
সারি সারি শুভ্র মেঘ আনন্দে খেলে,
মেঘ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৬
বিষয়ঃ ভালো থাকুক মন।
বিভাগঃ পদ্য কবিতা।
কবিতার শিরোনামঃ মোহময় প্রকৃতি।
স্বরবৃত্তে(৪+৪+৪+১)
কবিঃ ভবানী প্রসাদ দাশগুপ্ত।
তারিখঃ ২১/০৪/২০২০
অবারিত সুনীল আকাশের কোলে
সারি সারি শুভ্র মেঘ আনন্দে খেলে,
মেঘের ভেলা সুউচ্চ পর্বত ছুঁলে
অপূর্ব মায়ায় আকাশ এসে মিলে।
হ্রদের ধারে বৃক্ষ সাথে ফুলশোভা
মেঘের গাঁয়ে লুকায় সূর্যের আভা,
আলো ছায়া ছড়ায় মৃদু স্বর্ণপ্রভা
অপরূপ প্রকৃতি সত্যি মনলোভা।
নীল আঁচলে ঘেরা দিগন্ত প্রান্তর
বর্ণিল পৃথিবী অপূর্ব মনোহর,
আনন্দে উদ্বেলিত প্রকৃতি সুন্দর
ছন্দ হিল্লোলে বহে আবেগের সুর।
বিশাল আকাশে চন্দ্র তারার ঠাঁই
পৃথিবীটা সাজে সবুজের মায়ায়,
নীলাকাশ পৃথিবী মিতালী পাতায়
মোহময় আবহে অন্তর জুড়ায়।
(কবিস্বত্ত্ব সংরক্ষিত)