#শুভেচ্ছা_বার্তা
বিভাগ : অণুগল্প
কলমে : ভারতী দাস
তারিখ : ১৩/০৪/২০২০
অতলান্ত জলরাশির মাঝে আটক আমরা, জনা পনের লোক। স্থলভূমিতে নামার অনুমতি পাইনি এখনো পর্যন্ত।
অস্থির পরিবেশে, নামতে ভয় হচ্ছে। বর্হিবিশ্বের সব খবর স্যাটে…
#শুভেচ্ছা_বার্তা
বিভাগ : অণুগল্প
কলমে : ভারতী দাস
তারিখ : ১৩/০৪/২০২০
অতলান্ত জলরাশির মাঝে আটক আমরা, জনা পনের লোক। স্থলভূমিতে নামার অনুমতি পাইনি এখনো পর্যন্ত।
অস্থির পরিবেশে, নামতে ভয় হচ্ছে। বর্হিবিশ্বের সব খবর স্যাটেলাইট ফোন মারফত পাচ্ছি।
এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহন করাই আমার পৈতৃক ব্যাবসা। আমি স্টিভেন লুই। সুদূর আফ্রিকা থেকে সারা পৃথিবী ভেসে বেড়াই।
একঝাঁক সিগাল এখন সঙ্গ দেয় আমাদের। মাঝে মধ্যে এক আধটা ডলফিন খেলা করে ঢেউয়ের মাথায়। তারিখের হিসাব গোলমাল হয়ে যায়। এখন নিরাশা একটু করে দখল করছে মনঘর।
মুঠোফোনের সিগনাল খুব দূর্বল, এই জলরাশির বেষ্টনীর মধ্যে। যতটুকু পাই, সেটাতেই তৃপ্ত আমি।
ছোট পরিবার আমার। স্ত্রী আর কন্যা। উচ্চ শিক্ষার্থে কন্যা অস্ট্রেলিয়া নিবাসী। স্ত্রী রয়েছে আফ্রিকায়, আর আমি! মাঝ সমুদ্রে।
"মারিয়াম, একটা বার্তা পাঠালাম তোমার কাছে। হয়তো পৌঁছাবে একদিন!
খুব সকালে, তোমার ও জুলিয়ার প্রভাতী শুভেচ্ছা বার্তা যখন শব্দের মূর্ছনা তোলে মুঠোফোনে, আমি মনের ক্যানভাসে যেন তোমাদের দেখতে পাই।তোমরা ভালো আছো, সেটা ভেবেই শান্ত রাখি মন। কোনদিন দেরী হলে, অবসাদ গ্রাস করে।
ঐ একটুকরো বার্তা যে কতোটা মানসিক শান্তি প্রদান করতে পারে, বন্দী জীবনে না থাকলে, বুঝতেই পারতাম না। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। "
বার্তা প্রেরণ করে এসে দাঁড়াই, জাহাজের ডেকে। একের পর এক ঢেউ, ধাক্কা দেয় জাহাজের গায়ে। আমিও প্রহর গুণি আগামী দিনের। এক সুস্থ সুন্দর সকালের। সেদিন আমরা তিনজন একসাথে কফির কাপে তুফান তুলবো, উজাড় করবো নিজেদের অভিজ্ঞতার ডালি।
আমি অপেক্ষায় আছি সুদিনের...........