দীর্ঘ লকডাউন এর ফলে নন্দকুমার ব্লকের ভূঁইয়াখালি গ্রামে একটি ইটভাটায় বেশকিছু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে। ইটভাটা তে কোন কাজ না হওয়ার ফলে ক্ষতির মুখে পড়েছে ইটভাটার মালিক। তার ওপর শ্রমিকদের প্রতিদিন খাওয়া দাওয়া।
কোনরকমে শ্রম…
দীর্ঘ লকডাউন এর ফলে নন্দকুমার ব্লকের ভূঁইয়াখালি গ্রামে একটি ইটভাটায় বেশকিছু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে। ইটভাটা তে কোন কাজ না হওয়ার ফলে ক্ষতির মুখে পড়েছে ইটভাটার মালিক। তার ওপর শ্রমিকদের প্রতিদিন খাওয়া দাওয়া।
কোনরকমে শ্রমিকদের খাওয়া-দাওয়া চালিয়ে যাচ্ছে ইটভাটার মালিক। বুধবার ভূঁইয়াখালি গ্রামে ইটভাটার মালিক 200 জন শ্রমিক এবং স্থানীয় কিছু দুঃস্থ মানুষজনদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্যাকেট তুলে দেন। চাল, আলু, সাবান প্রায় সাড়ে 300 প্যাকেট শ্রমিক এবং স্থানীয় মানুষদের হাতে তুলে দেন ইটভাটার মালিক। খাদ্যদ্রব্য হাতে পেয়ে অনেকটাই খুশি পরিযায়ী শ্রমিকরা। বাড়ি না যেতে পারলেও ইটভাটায় থেকে খাওয়া-দাওয়া পেয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে পরিযায়ী শ্রমিকরা।