Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল-কাব্য-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সম্মাননা

এবার........

  সীমা চক্রবর্তী
""""""""""""""""""""""""""
বুকের মাঝে জমা ছিল, মনের দহন যত,
উড়িয়ে দি…


এবার........

  সীমা চক্রবর্তী
""""""""""""""""""""""""""
বুকের মাঝে জমা ছিল, মনের দহন যত,
উড়িয়ে দিলাম আজকে সব, শেষ বারের মতো।

কান্না কাটি, হল্লা হাটির, দিন হয়েছে শেষ,
আধ পোড়া মন নিয়েই, থাকবো আমি বেশ।

অনেক শিখা পুড়েই তবে, কনক রতন হয়,
আমার শিখা তেজের দম্ভে, ব্রাত্য হয়ে র'য়।

এই পৃথিবীর ধুলো বালি, মাখবো সারা গায়ে,
মনের পাখা মেলে দেবো, ডাঁয়ে কিম্বা বায়ে।

স্পৃহার মেঘে আক্ষেপের ঝড়, তোলেও যদি মাথা,
লাগিয়ে অনল ব্যাকুল চিত্তে, জ্বালিয়ে দেবো ব্যথা।

কাব্যিক মনের ভাবনাতে, প্রশান্তি খুঁজি তাই,
কল্পনার লেখনীতে থাক, কায়িক শব্দরাই।