লকডাউন এ দীর্ঘদিন ধরে ত্রান সামগ্রিক এলাকার দুস্থদের হাতে তুলে দিয়ে আসছেন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। দুস্থ গরিব মানুষ গুলোর জন্য এতদিন ধরে ত্রাণ দিলেও শনিব…
লকডাউন এ দীর্ঘদিন ধরে ত্রান সামগ্রিক এলাকার দুস্থদের হাতে তুলে দিয়ে আসছেন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। দুস্থ গরিব মানুষ গুলোর জন্য এতদিন ধরে ত্রাণ দিলেও শনিবার শিশুদের কথা মাথায় রেখে শিশুদের হাতে তুলে দিলেন দুধের প্যাকেট।জিরো থেকে আড়াই বছর পর্যন্ত শিশুদের ল্যাকটোজেন এবং সেরেলাক তুলে দিলেন 130 টি শিশু এবং মায়েদের হাতে। পাশাপাশি গরীব এবং দুস্থদের হাতে চাল ডালের প্যাকেট তুলে দিলেন কাউন্সিলর সুমনা মহাপাত্র। লকডাউন এর 39 দিন ধরে এলাকার ভবঘুরে, গাড়ির চালক খালাসীদেরও না করার খাবার পরিবেশন করে আসছেন কাউন্সিলর সুমনা মহাপাত্র। লকডাউনে দুস্থদের পাশে থাকার ফুল সাপোর্ট রয়েছে মন্ত্রী সৌমেন মহাপাত্রের জানালেন স্ত্রী সুমনা মহাপাত্র।