Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

বিষয়-কবিতা
কবিতা-"ডাক্তারদের কীর্তি"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-০১/০৫/২০২০.
**********************************
রোগীদের নিয়ে সারা জীবনই
         ডাক্তারদের চলছে লড়াই,
মানবসেবা এক পরম ধর্ম
       মানবতার জয় হয়!
যেকোন…


বিষয়-কবিতা
কবিতা-"ডাক্তারদের কীর্তি"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-০১/০৫/২০২০.
**********************************
রোগীদের নিয়ে সারা জীবনই
         ডাক্তারদের চলছে লড়াই,
মানবসেবা এক পরম ধর্ম
       মানবতার জয় হয়!
যেকোনো রোগীকে বাঁচাতে তারা
         প্রাণপণ চেষ্টা করে,
কতো ডাক্তার একসাথে বসে করে আলোচনা
      কতো রোগী জীবন পাই ফিরে!
ডাক্তার যেন ঈশ্বর রূপী ভগবান
       এই ধারণা আজ সবার,
রোগীর সেবায় তারা করে অক্লান্ত পরিশ্রম
          দেখেছি মোরা বারবার!
জীবনের ঝুঁকি নিয়ে নানা সময়ে তারা
          ঝাঁপিয়ে পড়ে ময়দানে,
প্রাণপণ তারা চেষ্টা চালায়
       সবারে বাঁচাতে প্রাণে!
কতো মান যশ তাদের ঝুলিতে
       জানে আজ সবাই,
রোগীর কাছে তারা যেন ভগবান
        এ কথা কভু মিথ্যা নয়!
আজ কতো মানুষ কতো রোগে
       কাটাচ্ছে তাদের জীবন,
ডাক্তারদের সেবায় তারা সকলেই সুস্থ
        কভু হয়ে যায় কারো মরণ!
প্রাণপণ চালিয়ে চেষ্টা
       যদি ব্যর্থ হয় প্রয়াস,
তারা ও জানি মনে মনে ব্যথা পাই
        কখনো ফেলে দীর্ঘশ্বাস!
রোগীদের সেবার প্রতি ডাক্তারদের ভূমিকা
         সে এক অনাবিল অনুভূতি,
ডাক্তারি পদ সত্যিই এক গুরুত্বপূর্ণ
        মনের মাঝে কত উদারতা,
সারাজীবন তারা ও সুস্থ থাকুক
      শুধু বয়ে আনুক সফলতা!
আজ এই ঘোর মহাবিপদের দিনে
       সারা বিশ্বে চলছে ডাক্তারদের লড়াই,
পরিবার,পরিজন সব গেছে ভুলে
       তাদেরকে আজ আমি লাখো স্যালুট জানাই!
মানুষের শরীরে রোগের অন্ত নাই
       নানা জনের নানা,
সবারে সদাই সুস্থ রাখতে
      সদাই মাথায় থাকে ভাবনা!
সমাজ সংসারের মাঝে তারা যেন
      সবার প্রিয়, কতো না হিতকারী,
কতো রোগীর সেবায় কতো লড়াই
      জীবন নিয়ে কভু কাড়াকাড়ি!
আজ ভুলে গেছে তারা আপন সংসার
         চলছে লড়াই জনগণকে সুস্থ রাখার,
কী অদম্য কৌতূহল ভরে করছে কাজ
       তাদের সদাই ভালো রাখুক সরকার!
সফলতায় আসে বেশি, বিফলতা ও থাকে
      আজ সকলেই তাদের শ্রদ্ধা জানাক,
তাদের কর্ম চলুক সদাই সঠিক পথে
       তাদের কীর্তি দেখে, বারবার সব হয়েছে হতবাক!
সমাজ সংসারের বুকে তাদের ভূমিকা
      যায় না মেপে সঠিক বলা,
জনসেবায় হোক তারা বারবার প্রশংসিত, পুরস্কৃত
       সুন্দর থাকুক তাদের জীবনের পথ চলা!
করোনা ভাইরাস মোকাবিলায় ইতিহাসে
        স্বর্ণাক্ষরে লেখা থাকুক তাদের নাম,
আগামী প্রজন্ম পড়বে সে ইতিহাস
       গাইবে ডাক্তারবাবুদের জয়গান!!
********************************************