Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

তুমি যদি না আসতে খুব কি ক্ষতি হত বাঙালির ? ভাত,ডাল,মাছের ঝোলের গতে বাঁধা যাপনের কি তাতে ইতর বিশেষ হত খুব কিছু ,কয়েকটা  বায়োস্কোপ না দেখলে? বাঙলির গোয়েন্দা সাজার  শখ কোনকালে কি খুব তীব্র ছিল ? নাকি গড়পড়তা আমবাঙালি কল্পবিজ্ঞান নিয়…


তুমি যদি না আসতে খুব কি ক্ষতি হত বাঙালির ? ভাত,ডাল,মাছের ঝোলের গতে বাঁধা যাপনের কি তাতে ইতর বিশেষ হত খুব কিছু ,কয়েকটা  বায়োস্কোপ না দেখলে? বাঙলির গোয়েন্দা সাজার  শখ কোনকালে কি খুব তীব্র ছিল ? নাকি গড়পড়তা আমবাঙালি কল্পবিজ্ঞান নিয়ে খুব একটা মাথা ঘামিয়েছে!স্বল্প পরিসরের উঠোনে নিজের সন্তান যেন থাকে দুধে ভাতে এইটুকুর বাইরে তার উচ্চাকাঙ্খা কোনদিন ছিল না । তাই একই মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে জন্মানো দু দুটো মানুষের জন্যে আমাদের স্রেফ কিছু যায় আসে নি। প্রথমজনের ছয় দশকপরে দ্বিতীয় জন  একটা স্ট্রং রিমাইন্ডার, তবু হুঁশ ফেরেনি। আমরা ছাড়া যে কোন দেশ এদের যে কোন একজনকে পেলে  উত্তরাধিকারের ভার বহন করত অন্তত হাজার বছর , আমরা জন্মদিন আর মৃত্যুদিন বাদে এদের আত্মস্থ করেছি কতটা? তাও প্রথমজনের পরম সৌভাগ্য তাঁর জন্মকর্ম ,মৃত্যু পরাধীন ভারতে হয়েছিল বলেই হয়ত জগৎজুড়ে এত ব্যপৃত হতে পেরেছিলেন,এবং ভাগ্যিস একটা নোবেল এনে দিয়েছিলেন! দ্বিতীয়জন আমাদের আজকের বার্থডে বয় , তাঁর জন্ম ব্রিটিশশাসিত ভারতে হলেও কর্মকান্ড শুরু হয়েছিল স্বাধীনতার পরে। সুতরাং তাৎক্ষনিক লক্ষহীন এক জাতি বুঝেই উঠতে পারে নি এমন একটা মানিক নিয়ে কি করবে। অবশ্যম্ভাবী ফল যা হবার  তাই । ওনার নির্মিত ছবিগুলির ভাগ্যিস ডিজিটালাইজেশন হয়েছে তাই হয়ত বেঁচে গেল নয়ত উনি তো নিদেনপক্ষে চলচ্চিত্রের একটা  স্কুলও  করে যেতে পারেন নি তো আর্কাইভের দায়িত্ত্ব কে নিত ? তার পরেও আছে ফেলুদা ট্রায়ো , শঙ্কু , অজস্র ছোটগল্প , চিত্রনাট্যের লাল খেরোর খাতা , ইলাশস্ট্রেশন , সন্দেশ , ছবির পোস্টার ,  আবহের স্বরলিপি । আবোলতাবোল পিতা এবং  গুপীগাইন পিতামহের তিন পুরুষের সৃজনশীলতার এবং কর্মকাণ্ডের ভার।একটা সংগ্রহশালা দরকার ছিল ,হয়নি।
খোলামকুচির মতো এইসব মনিমুক্তো হয়তো হারিয়ে যাবে । তাই আজ আপনার জন্মদিনে নিতান্ত সাধারণ এক বাঙালি হিসেবে বলছি মানিকবাবু আপনি ঠিক করেন নি এই পোড়া দেশে এক আত্মবিস্মৃত জাতির ঘরে জন্মে এবং ততোধিক এক আত্মহননকারী সময়ের
ঘূর্ণিপাকে নিমজ্জিত এবং  শিকড়বিচ্ছিন্ন হবার জন্য লালায়িত তাদের অভিযোজিত উন্মাদদলের পূর্বসূরি হয়ে । গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাকে ধারণ করার জন্য আমরা উপযুক্ত তখনও  ছিলাম না , আজও  নই। নিজগুনে ক্ষমা করে দেবেন ।

সুমিত মল্লিক
2রা মে
2020