অন্তঃস্থল হতে:-----
সুজাতা দাস:--------
অনুভূতিরা,ডেকে বলে আমাকে-
অনুভব কী থাকে শুধুই অন্তরে ?
না'কি স্পর্শে ও থাকে ভালোলাগা-
যা'শুধুই অনুভবের ছোঁয়ার প্রশান্তি।
প্রথম স্পর্শে জেগেছিল যে শিহরন,
সমস্ত অন্তর আর শরীর…
অন্তঃস্থল হতে:-----
সুজাতা দাস:--------
অনুভূতিরা,ডেকে বলে আমাকে-
অনুভব কী থাকে শুধুই অন্তরে ?
না'কি স্পর্শে ও থাকে ভালোলাগা-
যা'শুধুই অনুভবের ছোঁয়ার প্রশান্তি।
প্রথম স্পর্শে জেগেছিল যে শিহরন,
সমস্ত অন্তর আর শরীরের অন্তঃস্থলে
সেকি নিছকই অনুভব ছিল জীবনের--
নাকি অনন্য অনুভূতি বাস্তব সুখের।
এ'ছিল এক অন্য ভালোলাগা, যা'ছিল ভালোবাসার' প্রথম স্পর্শের থেকেও বেশি-
অনুভূতিরা তখনই প্রবেশ করেছিল, অনুভবের অন্তরে প্রকাশ্যে সেদিন।
এসেছিল জোয়ার বিগলিত করুনায়,
মাতৃত্বের গহীন হতে অমৃত ধারায়-
সবই কী মিথ্যা হতে পারে?অনুভূতি'গুলো, রাখেনি ধরে কী অনুভবের বিশাল প্রান্তরে।
অনেক বছর পড়ে,যখন ফিরে তাকাই!! নিজের অন্তঃস্থলে!!শুধুই বিরাজ করে, শূন্যতা বিশাল- অনুভূতিরা হারিয়েছে
কী আজ অনুভবের অন্তরালে নিজেকে?
কপিরাইট @1443 সুজাতা
1/5/2020
শুক্রবার
সুজাতা দাস:--------
অনুভূতিরা,ডেকে বলে আমাকে-
অনুভব কী থাকে শুধুই অন্তরে ?
না'কি স্পর্শে ও থাকে ভালোলাগা-
যা'শুধুই অনুভবের ছোঁয়ার প্রশান্তি।
প্রথম স্পর্শে জেগেছিল যে শিহরন,
সমস্ত অন্তর আর শরীরের অন্তঃস্থলে
সেকি নিছকই অনুভব ছিল জীবনের--
নাকি অনন্য অনুভূতি বাস্তব সুখের।
এ'ছিল এক অন্য ভালোলাগা, যা'ছিল ভালোবাসার' প্রথম স্পর্শের থেকেও বেশি-
অনুভূতিরা তখনই প্রবেশ করেছিল, অনুভবের অন্তরে প্রকাশ্যে সেদিন।
এসেছিল জোয়ার বিগলিত করুনায়,
মাতৃত্বের গহীন হতে অমৃত ধারায়-
সবই কী মিথ্যা হতে পারে?অনুভূতি'গুলো, রাখেনি ধরে কী অনুভবের বিশাল প্রান্তরে।
অনেক বছর পড়ে,যখন ফিরে তাকাই!! নিজের অন্তঃস্থলে!!শুধুই বিরাজ করে, শূন্যতা বিশাল- অনুভূতিরা হারিয়েছে
কী আজ অনুভবের অন্তরালে নিজেকে?
কপিরাইট @1443 সুজাতা
1/5/2020
শুক্রবার