Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

অব-এ উপদেশ
হিল্লোল  তালুকদার

অবস্থাটা যেমনই হোক,
অবগত থেকো সর্বদা,
অবশিষ্ট রবে না কিছু, তুমি
অবশ হবে একদা।

অবশ্যম্ভাবী পরিনতি,
অবশ্যই মানতে হবে,
অবস্তুতে মেতে না থেকে,
অবগাহন কর অমৃতে।

অবলোকন কর ব্রম্মান্ড,
অববুদ্ধ হও সজ্ঞানে,
অ…


অব-এ উপদেশ
হিল্লোল  তালুকদার

অবস্থাটা যেমনই হোক,
অবগত থেকো সর্বদা,
অবশিষ্ট রবে না কিছু, তুমি
অবশ হবে একদা।

অবশ্যম্ভাবী পরিনতি,
অবশ্যই মানতে হবে,
অবস্তুতে মেতে না থেকে,
অবগাহন কর অমৃতে।

অবলোকন কর ব্রম্মান্ড,
অববুদ্ধ হও সজ্ঞানে,
অবমন্তা ধীকৃত যেনো,
অবন রেখো সর্বজনে।

অবসাদকে দাও অবসর
অবশেষে বুঝতে পারবে,
অবশীভাব দূরে রাখলে,
অবলীলায় কৃতকার্য হবে।

অবহেলিত জন জেগে উঠো,
অবসান করো দুঃখ ভয়,
অবতীর্ণ হও এমনরুপে, যেন
অবতত আছ জগৎময়।

অবচেতন মনে চেতনা জাগাও,
অবঘাত করো নিজের মনে,
অবমোচন করো নিজ প্রজ্ঞা
অবমুক্ত হও সর্বজনে।

অবনত রেখোনা শির
অবরুদ্ধ থেকোনা কুসংস্কারে,
অবলী নও হে তুমি,গড়ো নিজেকে
অবলোহিত রশ্মিকারে।

অবনীতে এসেছই যদি,
অবদান রাখো এমনতর,
অবলুপ্ত হলেও কভু,যেন
অবস মতো থাকতে পার।