Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

একটি লেখা মনের দরজা তাড়নায় লেখা

#একটি_অবহেলিত_অপঘাত

মধুপর্ণা বসু

নিঃশব্দে রাত এসে আলস্যের ঘুম আঁকে,
ওষ্ঠে শেষ চুম্বন সংক্রামিত হয়,
শরীর নিঙড়ে  লুয়ের বাতাস ধূলো উড়িয়ে বলে 'চাঁদকে রাহু পূর্ণগ্রাস করেছে'।

অন্ধকারে এক আকাশ ত…


একটি লেখা মনের দরজা তাড়নায় লেখা

#একটি_অবহেলিত_অপঘাত

মধুপর্ণা বসু

নিঃশব্দে রাত এসে আলস্যের ঘুম আঁকে,
ওষ্ঠে শেষ চুম্বন সংক্রামিত হয়,
শরীর নিঙড়ে  লুয়ের বাতাস ধূলো উড়িয়ে বলে 'চাঁদকে রাহু পূর্ণগ্রাস করেছে'।

অন্ধকারে এক আকাশ তারায় চকচকে ইস্পাত লাইন, ছুঁয়ে দেখে কতগুলো ক্লান্ত হাত, যেন ছুঁয়েছে আশ্রয় , বেঘোরের দুচোখ
অপঘাত দেখতে পায়না,
ভুখা পেট, দুটো রুটির তাড়না লাইনের ঘাতে ঘাতে জড়তায় ডুবে যায়,

মাঝরাতের অগ্নি সঙ্কেত অগ্রাহ্য করে দ্বিখণ্ডিত ভয়ঙ্কর অবহেলাতে পোড়া রুটির স্বপ্ন ছিটকে যায় যত্রতত্র।
চারিদিকে শুধু রক্ত, মাংস মজ্জায়,
আমাদের ক্রন্দসী আবেগ,
ঝমঝম করে চলে যাওয়া চাকা শুনতে পায়না , 
'খিদে পায়..
ভীষণ খিদে..
রুটি দাও..
জলদাও..
মাথায় ছায়া দাও। '