Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

কবিতা  --  নব্য-পশু-ক্রীড়া  জয়দেব মাইতি  (১১/০৫/২০২০)
যুদ্ধ মানে হত্যালীলা - প্রতিশোধের পালা   যুদ্ধ মানে অধিকার - কেড়ে নেওয়া খেলা,  যুদ্ধ মানে তরবারি -   বন্দুক গোলা-গুলি   যুদ্ধ মানে রণতরী -    বিমান হানা খালি,  যুদ্ধ মানে দুর…


কবিতা  --  নব্য-পশু-ক্রীড়া 
জয়দেব মাইতি  (১১/০৫/২০২০)

যুদ্ধ মানে হত্যালীলা - প্রতিশোধের পালা  
যুদ্ধ মানে অধিকার - কেড়ে নেওয়া খেলা, 
যুদ্ধ মানে তরবারি -   বন্দুক গোলা-গুলি  
যুদ্ধ মানে রণতরী -    বিমান হানা খালি, 
যুদ্ধ মানে দুরুদুরু -   বুকে প্রহর গোনা 
যুদ্ধ মানে কারফিউ - বাইরে যেতে মানা, 
যুদ্ধ মানে দ্রব্যমূল্য -  আগুন হবে সব 
যুদ্ধ মানে হাহাকার -  ওঠে ক্রন্দন রব।

যুদ্ধ মানে আজ এক - নতুন কারসাজি 
যুদ্ধ মানে নিঃশব্দে -   জীবাণু ভরা বাজি, 
যুদ্ধ মানে বিশ্বজয় -    গোপন অস্ত্র দিয়ে 
যুদ্ধ মানে লক্ষ লক্ষ -  অমূল্য প্রাণ নিয়ে,
যুদ্ধ মানে আগ্রাসন -  ' ক্ষমতা দ্যাখ কত '
যুদ্ধ মানে অর্থনীতি -   ধ্বংস অবিরত, 
যুদ্ধ মানে পশুশক্তি -   প্রকাশ আমানুষে 
যুদ্ধ মানে স্বেচ্ছামৃত্যু - মিলবে অবশেষে। 

                  --  ফিরে দেখা  --