#জীবন_স্রোত
#শিমলা
অনেক বছর পর,
হঠাৎ ভিড়ের মাঝে তোমাকে দেখা।
পাশে বাহুলগ্না সুন্দরী,, তোমার নতুন স্বপ্ন।
বেশ মানিয়েছে দূজনকে.......
আমার অবচেতন মনের প্রশ্নরা আকুপাকু করে উঠলো,
তুমি ভালো আছোতো??আমাকে ছাড়া......
তোমার বারান্দায় …
#জীবন_স্রোত
#শিমলা
অনেক বছর পর,
হঠাৎ ভিড়ের মাঝে তোমাকে দেখা।
পাশে বাহুলগ্না সুন্দরী,, তোমার নতুন স্বপ্ন।
বেশ মানিয়েছে দূজনকে.......
আমার অবচেতন মনের প্রশ্নরা আকুপাকু করে উঠলো,
তুমি ভালো আছোতো??আমাকে ছাড়া......
তোমার বারান্দায় পূর্ণিমার লুটোপুটিতে সুরেরা নিশ্চয় এখনো মাতে তোমার গলায়,,,,
এখনো মুখ ডুবিয়ে রাখো রবিঠাকুরে,,,
কিংবা ভুলে যাও প্রতীক্ষায় থাকা ভালোবাসাকে??
বড্ড বেখেয়ালি ছিলে তুমি.....
অভিমানের মান ভাঙ্গানো খেলায় তোমার শীতলতা বন্ধনের সুঁতোকে ছিঁড়ে দিয়েছে,,
ফিরবোনা বলেছিলাম বলে ফেরাওনি পিছু ডাকে।
তোমার নতুন স্বপ্নে অভিমানেরা খেলা করে??
জানতে ইচ্ছে করছে বড়ো...
অপলক তাকিয়ে জিজ্ঞাসার সুঁতোয় গিট দিয়ে চলছি,
সম্বিৎ ফিরে পেয়ে দেখি দূজনে চোখাচোখি তাকিয়ে,
অনেক কালের পরিচিত ভঙ্গিতে........
কেমন আছো??
এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তোমার জর্জরিত প্রশ্নবান,
বিয়ে করেছ??স্বামী,, সন্তান..........
কিছুই যেন শুনতে পেলাম না,
শুধু অপলক তাকিয়ে থাকলাম তোমার চোখের দিকে,
খু্জঁতে লাগলাম আমাকে,
অনুভব করতে চাইছিলাম কোথাও আমাকে এখনো লুকিয়ে রেখেছো কিনা....
মনোময়তার কি বিভ্রান্ত চেতনা,,
অধিকার ছেড়ে দিয়ে অধিকার খুঁজতে থাকা,
তুমি বললে,এবার যাই,,ভালো থেকো......
পাশ কাটিয়ে এগিয়ে গেলে কিছুদূর,
কোন এক অজানা আহবানে দূজনেই ফিরে তাকালাম,
দেখলাম দূটো বিধ্বস্ত মানব মানবীর লুকানো ভালোবাসা কিভাবে ক্ষয়ে গেছে অভিমানের শিখায়,
তার পরের ইতিহাস শুধুই এগিয়ে যাওয়া........
