#বিভাগ-অণুকবিতা
==============
#মা
====
#দেব_নির্মল-২৮শে বৈশাখ,১৪২৭(১১/৫/২০২০)
=================================
'মা' মানে প্রথমে তাঁর গর্ভে সঞ্চার হওয়া
'মা' মানে কন্ঠে প্রথমে তাঁকে খুজে পাওয়া
…
#বিভাগ-অণুকবিতা
==============
#মা
====
#দেব_নির্মল-২৮শে বৈশাখ,১৪২৭(১১/৫/২০২০)
=================================
'মা' মানে প্রথমে তাঁর গর্ভে সঞ্চার হওয়া
'মা' মানে কন্ঠে প্রথমে তাঁকে খুজে পাওয়া
'মা' মানে তাঁর বুকের মাঝে সুখের নিঃশ্বাস
'মা' মানে জগতে সবথেকে বড় এক বিশ্বাস
'মা' মানে সন্তানের জন্য একমাত্র পয়স্বিনী
'মা' মানে শিশুর সকল ঔৎসুক্যের সন্ধানী
'মা' মানে জীবন দর্শনের সর্বশ্রেষ্ঠ এক দিশা
'মা' মানে সকল অন্তরায় কাটানোর আশা
'মা' মানে সন্তানের কাছে পার্থিব শ্রেষ্ঠ ঈশ্বর
'মা' মানে সর্বশক্তিময়ী জগদ্ধাত্রী, নহে প্রস্তর।
★=============♥============★
বৈদ্যবাটী-হুগলি,ভারতবর্ষ
