কবিতা—এবার রোদ্দুর হও ৷
শক্তি কুন্ডু ৷
চুলের খোঁপায় ফুল নয় গো ,
তুমি ভুল গুলো গুঁজে নিলে !
জানি এলো চুল ছেড়ে ঝেড়ে নেবে ভুল ,
সময় সুযোগ পেলে !!
হাতের মুঠিতে ভিক্ষে নয় গো ,
তুমি ক্ষোভ অভিযোগ ভরেছো ...
জানি রুখে দাঁড়িয়ে ছিনিয়ে আনবে
…
কবিতা—এবার রোদ্দুর হও ৷
শক্তি কুন্ডু ৷
চুলের খোঁপায় ফুল নয় গো ,
তুমি ভুল গুলো গুঁজে নিলে !
জানি এলো চুল ছেড়ে ঝেড়ে নেবে ভুল ,
সময় সুযোগ পেলে !!
হাতের মুঠিতে ভিক্ষে নয় গো ,
তুমি ক্ষোভ অভিযোগ ভরেছো ...
জানি রুখে দাঁড়িয়ে ছিনিয়ে আনবে
তোমার প্রাপ্য যতো !
বুকের পাঁজরে হিংসে নয় গো
ভালোবাসা বুনেছো ,
জানি বোমা বারুদের ছাই মুছে দিয়ে ..
দেশে গোলাপ চষবে ভেবেছো !!
তবে লুকিয়ে কেন ?
রোদ্দুর হও ,আঁধার ভেঙে ফেলো !
উলঙ্গ যতো প্রতিবেশি আছে
তাদের পোশাক পড়তে বলো !!!
