#শীর্ষক: #আকাশের নীলা
#রীতি : #কবিতা
#কলমে: #দীপংকর নায়েক
#তারিখ : #০৬/০৫/২০
নিঃস্বার্থ প্রেম পূজারী নীল দিগন্তের নম্র মেঘ
তাই আকাশের বুক ছুঁতে পায় অধিকার আর ;
মাকড়সা মশারীতে আটকে রাখা স্বপ্ন আবেগ
বিশ্বাত্মা বাহি…
#শীর্ষক: #আকাশের নীলা
#রীতি : #কবিতা
#কলমে: #দীপংকর নায়েক
#তারিখ : #০৬/০৫/২০
নিঃস্বার্থ প্রেম পূজারী নীল দিগন্তের নম্র মেঘ
তাই আকাশের বুক ছুঁতে পায় অধিকার আর ;
মাকড়সা মশারীতে আটকে রাখা স্বপ্ন আবেগ
বিশ্বাত্মা বাহিরে ধায় চায় পেতে প্রবেশাধিকার।
কি অগাধ ভালোবাসা আকাশ ও সাগরের ভাষা
হাজার বছর ধরে যেন তাকিয়ে সাজু রুপাই ;
তাদের ও গভীরতা অঙ্ক কষে চলে স্বার্থ আশা
মারিয়ানা চাঁদ ছোঁয়া হিমালয়ের অহং বৃথাই।
ঊষায় সিঁদুরে লাল দুপুরে ত্রিনয়নীর তেজ
গেরুয়া গোধূলি রাগ মুখ ভার করা অভিমানে ;
পরিযায়ী পাখি ফেরে খোঁজে কাক বাসার সতেজ
মারীর আঘাতে শোনা খাদ্য বিলাসী গৃধ্নু আহ্বানে।
নীল দিগন্ত সোপান মন হোক উদার প্রসাদে,
বাঁচুক পৃথ্বী আবার ঘন নীল সবুজ আবাদে।
