Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

ইন্দ্রাণী রাহা।
৭.৫.২০.
একটি ভিন্ন স্বাদের রচনা।।
শিরোনাম-- "স্মৃতি মেদুর "
                  ---------------------
চলন্ত ট্রেন , দোলা দিতে দিতে হাওয়ার বুক চিরে ছুটিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরের গন্তব্যে । 
সন্ধ্যা নাম…


ইন্দ্রাণী রাহা।
৭.৫.২০.
একটি ভিন্ন স্বাদের রচনা।।
শিরোনাম-- "স্মৃতি মেদুর "
                  ---------------------
চলন্ত ট্রেন , দোলা দিতে দিতে হাওয়ার বুক চিরে ছুটিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরের গন্তব্যে । 
সন্ধ্যা নামার আগে কত অচেনা স্টেশন চোখ ছুঁয়ে যাচ্ছে ।  চার পাশের যাত্রী সহ-যাত্রীরা সবাই অপরিচিত । বাইরের দৃশ্যপটও অচেনা তবু মনে হয় সব দৃশ্যই বুঝি এক, সব মানুষই এক, কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে মিল ঠিকই আছে ।
    ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে ।  এসি কামরার পুরু জানলার বাইরে, গোল সূর্য, চাপা লালের আভা ছড়িয়ে ধূসর আকাশের গায়ে গা এলিয়ে দিয়েছে ।
দূরে এক বাঁকা চোরা শীর্ণা নদী । শীতের সন্ধ্যাতেও দু এক জন স্নান করছে । ছোট ছোট ছেলে মেয়েরা পাথর ছুঁড়ে খেলা করছে । গাছের মাথায় পাতায় পাতায় পড়ন্ত আলোর আঁকিবুকি---- গুনগুনিয়ে উঠলাম...."তেরি ইয়াদ মে খোয়ে হ্যায় হম, ফিজাঁমে তেরি খুশবুকি ম্যাহেক , শাসোঁ মে তেরি কদমোকি আহট, অব আন মিলো, আন মিলো সজনা"....ইমন ,  বড় করুণ সুরে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে গেল ।
প্রিয়তমের প্রতীক্ষা বুঝি এমনই আকুল করা উদাস করা---- শেষ সন্ধ্যার আলোয়, রাত্রি শেষে নতুন ভোরের আশায় উন্মুখ হয়ে থাকে...............

  Copy right@indrani raha. 7.5.20