বিষয়:-কবিতা।
শিরোনাম:-মেঘের তান্ডব।
কলমে:-নরেন্দ্র নাথ রায়।
তারিখ:০৩--০৫--২০২০
স্বরবৃত্ত ৪+৪+৪+২
কালো মেঘে এসে বেগে
ঢেকে তারার মালা,
মেঘের ভেলা ঢাকে বেলা
দেখায় ঝড়ের খেলা।
মেঘের গর্জন হয়না বর্জন
তোয়দ বারি ঝরে,
পশুপাখি ডাকা …
বিষয়:-কবিতা।
শিরোনাম:-মেঘের তান্ডব।
কলমে:-নরেন্দ্র নাথ রায়।
তারিখ:০৩--০৫--২০২০
স্বরবৃত্ত ৪+৪+৪+২
কালো মেঘে এসে বেগে
ঢেকে তারার মালা,
মেঘের ভেলা ঢাকে বেলা
দেখায় ঝড়ের খেলা।
মেঘের গর্জন হয়না বর্জন
তোয়দ বারি ঝরে,
পশুপাখি ডাকা ডাকি
করেই ফেরে ঘরে।
পেয়ে বারি বিপিন গিরি
তৃষ্ণা মেটায় তারা,
সাগর জলে কথা বলে
হয়ে আত্মা হারা।
কৃষাণ খেতে জলে মেতে
ডুবায় চাষীর যে ধান,
বাদল বানে নাহি মানে
গেয়ে চলে যে গান।
উতল হাওয়া করে ধাওয়া
ভাঙলো কতো তরু,
গরিবের ঘর উড়ায় যে ঝড়
করে দিলো মরু।