Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

সময়ের কথা
।। এবিএম সোহেল রশিদ।।
.
গৃহবাসের বন্ধ্যাত্বে সবকিছুই অচেনা
দেনাপাওনা দূরত্বে, প্রশ্নগুলো অবহেলিত
তবু নিবেদিত কেউ নীরবে জানতে চায়
'কেমন আছি? ' প্রত্যুত্তরে শুধু দীর্ঘশ্বাস
বিশ্বাসগুলো ডানা মেলে আকাশে উড়ে
সুরে গে…


সময়ের কথা
।। এবিএম সোহেল রশিদ।।
.
গৃহবাসের বন্ধ্যাত্বে সবকিছুই অচেনা
দেনাপাওনা দূরত্বে, প্রশ্নগুলো অবহেলিত
তবু নিবেদিত কেউ নীরবে জানতে চায়
'কেমন আছি? ' প্রত্যুত্তরে শুধু দীর্ঘশ্বাস
বিশ্বাসগুলো ডানা মেলে আকাশে উড়ে
সুরে গেয়ে উঠে যাপিত সময়ের কথা
.
ব্যথা বৃক্ষের নিচে একই প্রশ্ন কেমন আছি
যেমনটাই থাকি না কেন বলি ভালো আছি
ভালো থাকার নানাবিধ অর্থ কুড়ে কুড়ে খায়
জানা-অজানায় সবকিছুই  উল্টেপাল্টে যায়।
.
প্রহরায় অনাহারী মুখ, শুকনো হাসি
অভিলাষী মনে দাম্পত্যের খুটিনাটি
পরিপাটি হয়ে প্রকাশ্যে আসে কম
হরদম জানতে চায় মন, 'কতটা সুখে?'
.
দরজায় রুখে দাঁড়ায় কী গোঁফওয়ালা দারোয়ান
অন্তত একখান বাড়ি আছে কি শহরতলীতে
ভাড়াটিয়া হলে, কতো দাও সবমিলিয়ে মাসে
আসে কি হাতে উপার্জনের বাইরে উপড়ি কামাই
নাকি থাক ঘরজামাই, নাকে খত দিয়ে
দুদণ্ড জিরিয়ে জানতে চায় দেখা হলেই;
বলেই শান্ত নয়, উপদেশের ফানুস  উড়ায়।
.
অথচ জানতে চাই না শিক্ষাখাতে বাজেট কত
ব্যবস্থাপনার ক্ষত সারবে কবে স্বাস্থ্য বিভাগের
অনুরাগের সুযোগে ত্রাণ চুরি বন্ধ হবে কবে?
রবে কি পড়ে আদালতে ধর্ষিতার বিচার
আর প্রকাশ্যে খুন হওয়া প্রতিবাদীর আর্তনাদ।
.
বলছে না কেউ, রাজনীতির আলো দেখব কি-না
জানি না কবে হবে অংশগ্রহণের ভোটাধিকার
নিজ পায়ে দাঁড়াবার হরতাল হবে কবে
অনুভবে স্লোগানে গাইবে কে মানুষের  জয়গান
জান বাজী রেখে থাকবে কি কেউ মিছিলে?
এইসব প্রশ্ন শুধুই দুশ্চিন্তায় চাপা পড়ে আছে
গেছে দিনগুলো আর যেন ফিরে না আসে।

.