Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

বিভাগ - কবিতা
নাম - খুঁজি প্রেম
কবি - শঙ্কর ঘোষ
তারিখ - 04/05/2020

|| খুঁজি প্রেম ||

পাথরের গায়ে হাত রেখেছিলো - সেই কবেকার কথা ,
তুমি তার হাত দুটো ধরো ;
মনে পড়ে ? - মেঘনার ঢেউ তার ছুঁয়েছিল পা |
বাকিটুকু নাই বা হলো বলা ,
কিছু রেশ…


বিভাগ - কবিতা
নাম - খুঁজি প্রেম
কবি - শঙ্কর ঘোষ
তারিখ - 04/05/2020

|| খুঁজি প্রেম ||

পাথরের গায়ে হাত রেখেছিলো - সেই কবেকার কথা ,
তুমি তার হাত দুটো ধরো ;
মনে পড়ে ? - মেঘনার ঢেউ তার ছুঁয়েছিল পা |
বাকিটুকু নাই বা হলো বলা ,
কিছু রেশ থাক্ -
যারা যৌবন খুঁজেছিলো নদীর শিয়রে
তারা শুধু ছুঁয়েছিল কুমারীর স্তন |
বারবার পারিনি তাদের জাগাতে
কিছু তারা ঘুমিয়েছিলো চাঁদের গর্ভে |
একদিন ফুরায় বসন্ত
একদিন শেষ হয় রূপকথা
তবু কিছু জেগে থাকে পথ আটকে |
ঘুম ভেঙে দাঁড়াই আমি জ্যোৎস্নার কাছে....
আমি দেখেছি , তুমি দেখোনি
পাথরের গায়ে ঢেউয়ের ঠান্ডা হাত
আমি রেখেছি |
কুমারীর যৌবন উথলায়
তবু ঘুমন্ত কিছু চোখ - নিষ্প্রাণ |
মেঘনার ঢেউ তবু চঞ্চল ,
ধীরে ধীরে মুছে যায় সব
তবু খুঁজি তাকে --
নীরব পাষাণের মাঝে ||