Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

শিরোনাম ঃ- কবিতা
কবিতা ঃ- লড়াই
ঝুমা দাস
তাংঃ-৪.৫.২০২০

মন বলে চল; ওই আকাশে মেঘের সাথে ভাসি,
হৃদয় বলে, বৃষ্টি  আমি বড়ই ভালোবাসি,
প্রাণ বলে; আমি পাখি হয়ে উড়বো গগন পারে,
প্রেম বলে  আমি বিলিয়ে যাবো নিজেকে নিঃস্ব করে।
সুখ বলে আমি চঞ্চ…


শিরোনাম ঃ- কবিতা
কবিতা ঃ- লড়াই
ঝুমা দাস
তাংঃ-৪.৫.২০২০

মন বলে চল; ওই আকাশে মেঘের সাথে ভাসি,
হৃদয় বলে, বৃষ্টি  আমি বড়ই ভালোবাসি,
প্রাণ বলে; আমি পাখি হয়ে উড়বো গগন পারে,
প্রেম বলে  আমি বিলিয়ে যাবো নিজেকে নিঃস্ব করে।
সুখ বলে আমি চঞ্চলা বড়ো, বেড়াই শুধু ছুটে,
দুঃখ বলে,   আমি তোমায়  ছাড়বো না গো  মোটে।
ভালোবাসা বলে আর কোনো দিন, দেবো না আমি ধরা,
 ভালো মানুষ নেই যে হেথা, দেখি সব,
ভালোর মুখোশ  পরা।
জীবন বলে  প্রতিদিন আমি লড়াই করে বাঁচি,
লড়াই করেই কাটিয়ে দেবো যে কটা দিন আছি।