Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশাখাপত্তনমে গ্যাস দূর্ঘটনায় আতংকিত হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা

বিশাখাপত্তনমে গ্যাস দূর্ঘটনার বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো আতংকিত হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। কেননা হলদিয়া শিল্পসংস্থায় এমন বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রাসায়নিক  ও গ্যাসের ব্যাবহার হয়। গত ১৫ই ফেব্রুয়ারি এমন…


বিশাখাপত্তনমে গ্যাস দূর্ঘটনার বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো আতংকিত হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। কেননা হলদিয়া শিল্পসংস্থায় এমন বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রাসায়নিক  ও গ্যাসের ব্যাবহার হয়। গত ১৫ই ফেব্রুয়ারি এমন ভাবে এক শিল্পসংস্থায় গ্যাস লিক করায় আতংক ছড়ায় গোটা এলাকায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। পুলিশ প্রশাসনের তৎপরতায় সে যাত্রায় বড়সড় দূর্ঘটনা আটকানো গেলেও বিশাখাপত্তনমে আজকের ঘটনার পর রীতিমতো আতংকিত তারা। ইতিমদ্ধ্যেই জেলাশাসক হলদিয়ার সমস্ত শিল্পসংস্থাকে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কারখানা নিরাপত্তা আধিকারিককে নির্দেশ দিয়েছেন।