#বিরহী_বিলাপ
✍ শৈলেন মন্ডল
০৪.০৫.২০২০
ভালবাসা ভরা থাক আমার মনে তোর স্মৃতি সুধা উচ্চারনে।
তোর শহরে পীরিতটা বড্ড আলগা। আজীবন তোর ভালবাসাটাই স্মৃতিতে ধরা থাক। ভেবেছিলাম আবার ফিরে আসবো তোর শহরে।
ঠিক ততোটাই ফিরতে চেয়েছিলাম যতোটা ফিরল…
#বিরহী_বিলাপ
✍ শৈলেন মন্ডল
০৪.০৫.২০২০
ভালবাসা ভরা থাক আমার মনে তোর স্মৃতি সুধা উচ্চারনে।
তোর শহরে পীরিতটা বড্ড আলগা। আজীবন তোর ভালবাসাটাই স্মৃতিতে ধরা থাক। ভেবেছিলাম আবার ফিরে আসবো তোর শহরে।
ঠিক ততোটাই ফিরতে চেয়েছিলাম যতোটা ফিরলে আবার আগের মতো তোর ভালবাসায় বিলীন হওয়া যায়।
আবার ফিরতে চেয়েছিলাম সেই চেনা মনের স্পর্শকাতর আঙ্গিনায় স্বাদে আস্বাদনে পরিতৃপ্তির হাসি মাখতে।
তোর আদুরে উষ্ণতা মাখতে ঠোটে ঠোট রেখে গহীন মনের আবেগী আলিঙ্গনের উষ্ণতায় হারিয়ে যেতে।
আবার যেন ফিরে পেতে ইচ্ছে করে তোর শরীরের দুষ্টুমি ভরা ঘ্রাণ নিতে।
আবারও চেয়েছিলাম তোর কাছে ফিরে এসে অভিমানের কালোমেঘ সরিয়ে আঁখি ধারার নোনতা আবেশ নিতে আর নৈসর্গিক দুরন্ত প্রেমের আতর মাখতে।
নতুন আঙ্গিকে নতুন ভাবে আদর মেখে নতুন পথে পা বাড়াতে।
তুই তো আজ নতুন জীবনে নতুন প্রেমযাপনে ব্যাস্ত হয়ে উঠেছিস্।
নতুন ভালোবাসার মানুষকে নিয়ে তুই এখন ভালবাসাটা অবিরত মাপতে ব্যাস্ত।
তোর নতুন প্রেম নাবিক রোমাঞ্চকর নতুন উদ্যানে প্রেম নিবেদনে মত্ত।
সুখী হোক তোর নতুন ভালবাসা, আরও নতুন ভাবে যাপিত হোক।
আমি আজও তোর শরীরের চেনা চেনা গন্ধ পাই স্মৃতির মেদুরতায় আনাচে কানাচে।
আমার প্রতিটি রাত উদযাপিত হয় তোর স্মৃতি রোমন্হনের বিরহী বিলাপে।
প্রতিটি ফোঁটা চোখের জল মনে করিয়ে দেয় রক্তক্ষরনের আবাহনী জয়গান।
