Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

পরিযায়ী
শৈবাল সরকার
03/05/2020

শ্রমিকরা পরিযায়ী হচ্ছে, শ্রমিকরা পরিযায়ী হচ্ছে পেটের টানে,
শ্রম সেও পরিযায়ী হয়,জানো কি তুমি কি কারণে?
আমার ঘর আমার সংসার,আমার রাজ্য,রাষ্ট্র দেশ,আছে শাসক শাসন সব,
দূরে আমি যাচ্ছি নিতান্তই পেটের দায়ে…


পরিযায়ী
শৈবাল সরকার
03/05/2020

শ্রমিকরা পরিযায়ী হচ্ছে, শ্রমিকরা পরিযায়ী হচ্ছে পেটের টানে,
শ্রম সেও পরিযায়ী হয়,জানো কি তুমি কি কারণে?
আমার ঘর আমার সংসার,আমার রাজ্য,রাষ্ট্র দেশ,আছে শাসক শাসন সব,
দূরে আমি যাচ্ছি নিতান্তই পেটের দায়ে।
লোভ নয় মোটা আয়ের অঙ্ক নয় বেচেঁ থাকার জন্যেই,
মানুষও পরিযায়ী হয়,দায় কে নেবে?
সেই কবে শুনেছি পাখিরা পরিযায়ী হয় আসে সুদূর সাইবেরিয়া থেকে,
ফিরে যায় ঘরে শীত ফুরালে।
মানুষও পরিযায়ী হচ্ছে তফাত্‍ এই,
এদের ফিরে আসার পাখা নেই।
জীবনে আতঙ্ক আছে,আছে মারণ ব্যাধি,আছে কত আপডাউন,
ফিরতে ঘরে জঙ্গল পথ,রক্ত পায়ে মরতে হচ্ছে করুণ অনাহারে।
আছে লকডাউন হঠাত্‍ করে,
শ্রমও পরিযায়ী হয় পেটের টানে,
জানতে চাও কি কারণে?
ওরা কাজ চায়,দুমুঠো ভাত চায়,বস্ত্র চায় পড়নের,
মানুষও পরিযায়ী হয় কাজের সন্ধানে!