বিভাগ-কবিতা
শিরোনাম -ধানের মোহর
কলমে-জয় ভট্টাচাৰ্য
.
.
ডান হাতে চাল আর বাম হাতে গম
চারিদিকে মৃত্যুর ধ্বনি ছম ছম l
একবেলা উপবাস সাঁজবেলা ভোজ
কাক এসে খুঁজে যায় এঁটো রোজ রোজ l
ভোরবেলা আহ্নিক রাত হলে ভয়
পাথরের ঈশ্বর পূজিত সে হয় l
আ…
বিভাগ-কবিতা
শিরোনাম -ধানের মোহর
কলমে-জয় ভট্টাচাৰ্য
.
.
ডান হাতে চাল আর বাম হাতে গম
চারিদিকে মৃত্যুর ধ্বনি ছম ছম l
একবেলা উপবাস সাঁজবেলা ভোজ
কাক এসে খুঁজে যায় এঁটো রোজ রোজ l
ভোরবেলা আহ্নিক রাত হলে ভয়
পাথরের ঈশ্বর পূজিত সে হয় l
আগুনের আঁচ নিভে জ্বলে চোখ লাল
জানো কেউ ? কতদূর ? আঁধার আকাল !!
উত্তর নেই কারও অনুমান সব
অনাহার কারও চোখে আজও উৎসব l
জল হলো স্বচ্ছ সুনীল আকাশ
মানুষের তলপেটে অলীক বাতাস... l
মাঝরাতে ঘুম নেই ভোর তন্দ্রায়
স্বপ্নেই চাল দেখি চুরি হয়ে যায় l
স্বপ্নেই ছুটে যাই, চাল পিছু পিছু
রাজনীতি এসে বলে- "কর মাথা নিচু l"
ধান মাঠে শুয়ে থাকি স্বপ্নে বিভোর
ইঁদুরেরা নিয়ে আসে ধানের মোহর l
ঘুম ভাঙে দুর্বল, ভৈরবী সুরে
সন্তান সুখ আর সিঁথিতে সিঁদুরে...
©
