Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

সোমা মিত্র

শিরোনাম_চেনার অচেনা পরিচিতি
  তারিখ_05/5/2020
জীবনের কত বিশেষ মুহূর্তে
আসে কত অচেনা মানুষ,
মুখ অচেনা,মন অজানা__
রেখে দিয়ে যায় তাদের কত কথা
কত বন্ধুত্বের স্মৃতি,কত ভালোবাসা আর স্নেহ পরিচিতি।
সাথেই কেড়ে নিয়ে যায় সম্পর্ক…


সোমা মিত্র

শিরোনাম_চেনার অচেনা পরিচিতি
  তারিখ_05/5/2020
জীবনের কত বিশেষ মুহূর্তে
আসে কত অচেনা মানুষ,
মুখ অচেনা,মন অজানা__
রেখে দিয়ে যায় তাদের কত কথা
কত বন্ধুত্বের স্মৃতি,কত ভালোবাসা আর স্নেহ পরিচিতি।
সাথেই কেড়ে নিয়ে যায় সম্পর্কের
একটা আলগা বাঁধন,যা হয়ে যায়
না বলা স্মৃতি__
হঠাৎ ই মনের অন্তরালে সেই তাদের নিয়েই
আসে একদিন কত প্রশ্ন,
নিজের অজান্তেই কখন যে আবেগী মন
কল্পনার পাল তোলে তা জানতেই পারি না।
 অবুঝ মন বুঝে নেয় সেই চেনা মানুষগুলোর
অচেনা রূপ, নিজের মন ক্যানভাসে এঁকে নিতে হয় হয় মুহূর্তেই
তাদের আসল ছবি,যা আজ তুলির আগায়   কেবল ই ফিকে রং ছড়ায়__
মনের দরজায় তাদের উপেক্ষাই নাড়া দিয়ে
জানান দেয়,বলে আবার ওঠো,জাগো নতুনের আশা,
অপেক্ষা,পূর্ণতা আর প্রেমের রঙে__ আমার কবিতার তুলি দিয়ে
এঁকে ফেলি সেই চেনার অচেনা পরিচিতি।
রয়ে যায় আমার মনের কথা মন ক্যানভাসে
এক পরিণত দীর্ঘশ্বাস হয়ে।।