Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিবন্ধী হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা ও কর্মীদের থার্মল টেস্ট

প্রতিবন্ধী হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা ও কর্মীদের থার্মল টেস্ট হয়
নিমতৗড়ী তমলুক উন্নয়ন সমিতির তিনটি হোমে।।
 এই মুহূর্তে ৮৫ জন আবাসিক রয়েছে তাদের মধ্যে ৯০% শারিরীক, মানসিক, সেরিব্রাল আক্রান্ত, বাকি ১০% থাকেন অসহায় মহিলারা।…


প্রতিবন্ধী হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা ও কর্মীদের থার্মল টেস্ট হয়
নিমতৗড়ী তমলুক উন্নয়ন সমিতির তিনটি হোমে।।
 এই মুহূর্তে ৮৫ জন আবাসিক রয়েছে তাদের মধ্যে ৯০% শারিরীক, মানসিক, সেরিব্রাল আক্রান্ত, বাকি ১০% থাকেন অসহায় মহিলারা। বিরাট হোম ক্যাম্পাস জেলা প্রশাসনের সহায়তায় ঔষধপত্র, সেনিটাইজার, সাবান, মাস্ক, ব্লিচিং ও চাল দেওয়া হয়েছে এবং দুবার হোম ক্যাম্পাস সেনিটাইজ করা হয়েছে। প্রতি সপ্তাহে তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সমাজ কল্যান দপ্তরের নির্দেশে হোমের কর্মীরা ২ভাগে ভাগ হয়ে হোমের দৈনন্দিন কাজ সামলান, কর্মীদের প্রবেশের আগে কোয়ারিনটেনে থাকতে হয় এবং তাদের থার্মাল টেস্ট করে তবেই হোমের ভিতরে ঢুকতে পারে। তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রর সহায়তায় হোমরে আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মীদের থার্মাল টেস্ট করা হয়। কোনভাবেই যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেই উদ্দেশ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা।।