Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৭
বিষয়- মধুমাস বৈশাখ
বিভাগ- গদ্য কবিতা-
 শিরোনাম-  @ অসহায় @
  কলমে -        সুশান্ত ঘোষ
  তারিখ-       ২৯/০৪/২০২০

একটাই আকাশ বিভিন্ন রঙে রঙিন ।
বৈশাখের প্রখর রোদ্দুর যেন অহঙ্কারী রূপে নিজেকে আলাদা কর…

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৭
বিষয়- মধুমাস বৈশাখ
বিভাগ- গদ্য কবিতা-
 শিরোনাম-  @ অসহায় @
  কলমে -        সুশান্ত ঘোষ
  তারিখ-       ২৯/০৪/২০২০

একটাই আকাশ বিভিন্ন রঙে রঙিন ।
বৈশাখের প্রখর রোদ্দুর যেন অহঙ্কারী রূপে নিজেকে আলাদা করে রাখে তার নিজস্বতায়। লুকিয়ে রাখে তার কামনার আগুনকে সতেজতায়।
আকাশের ওই কোনে লুকিয়ে বৈশাখের 
প্রেমিকার উপস্থিতি " কালবৈশাখী " যেন তার
অহংকারী রূপকে বার করে আনে প্রকৃতির মাঝে
রাত্রি থেকে ঝোড়ো হাওয়ার এক লহমায় ।
যেখানে কোন আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই
উপস্থিতি রয়েছে এই ঘুমন্ত পৃথিবীর বুকে ।
যেখানে মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ তার গৃহের
মাঝে বন্দি হয়ে রয়েছে এক অচেনা, অজানা, নতুন
কালো পরগাছা হয়ে আশা এক অদৃশ্য শত্রুর কাছে।
যে আকাশ একদিন বসন্তের বিদায়ের রঙিন আলোয় মুখরিত হয়ে ছিল মানুষের মনের মাঝে ।
বসন্তের স্নিগ্ধতায় যুগলবন্দি ছিল নতুন প্রেমের কাছে প্রতিটি মানুষের মনের কাছে ।
আজ সেই আকাশ যেন বড়ো নির্লিপ্ত, ব্যস্ত শুধুমাত্র নিজেকে নিয়েই ।
যেন বারবার মানুষ কে উপহাস করতে চাইছে-
আর প্রকৃতির ওপর মানসিক অত্যাচারে
মানুষের বর্বরতা, নিধন, ধ্বংস কে স্মরণ করিয়ে,
আজ পৃথিবীর গৃহবন্দি মানুষকেও তার উন্নয়ন,
প্রযুক্তি, বিজ্ঞানকে সামনে দাঁড় করিয়ে
নিজের অস্তিত্ব রক্ষার উপমায় অবস্থান স্মরণ
করিয়ে দিতে চাইছে- " অসহায় " জীবনের অনুভূতি।

রচনা কাল- ২২\০৪\২০২০