Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

*অদাহ্য স্মৃতিকণা*

         অসীম দাস

নিরুপায় না বোঝার ভানে উদাসীন ত্রিশঙ্কু আছো ।
সাগর বেলার ঢেউ , বাসি পদচিহ্ন যত
যুগপত্ মোছে আর বুকে টেনে নেয় ।
ঢেউ তবু নিজে কাছে আসে ,
আমার অষ্টপ্রহর ধ্যানের চক্রব্যূহে
তুমি শুধু এপাশ ওপাশ করো …


*অদাহ্য স্মৃতিকণা*

         অসীম দাস

নিরুপায় না বোঝার ভানে উদাসীন ত্রিশঙ্কু আছো ।
সাগর বেলার ঢেউ , বাসি পদচিহ্ন যত
যুগপত্ মোছে আর বুকে টেনে নেয় ।
ঢেউ তবু নিজে কাছে আসে ,
আমার অষ্টপ্রহর ধ্যানের চক্রব্যূহে
তুমি শুধু এপাশ ওপাশ করো ।

গুচ্ছ গুচ্ছ স্মৃতি শস্য তোমার
নিভৃত গোলায় গচ্ছিত রেখেছি ।
ফেরাতে পারো না জানি ,
তবু বাম হস্তে ঠেলে দিও স্মৃতি প্রচ্ছায়া !
আর হ্যাঁ , যাবতীয় সম্পর্কের নাব্যতায়
ক্রমশ লীন হওয়ার ফাঁকে ফাঁকে
সমীচীন স্মৃতিগুলো মাঝে মধ্যে রমণীয় রৌদ্রে দিও ।
ভ্যাপসা আঁধারে থেকে হয়তো ছত্রাক
হবার ভয়ে সিঁটিয়ে রয়েছে ।
তোমার কোটি কোষ জালিকার যথার্থ গিজগিজ
ভীড়ের উত্তাপে যেন একটাও স্মৃতিকণা
অহেতুক অদাহ্য না পোড়ে দেখো ।