Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা—ভালোবাসা ৷
শক্তি কুন্ডু ৷

সরল পথটার লুকোনো আঁকিবুকি ধরে ফেলেছিলাম ,
তাই ও দিকে আর হাঁটা হলো না আমার !
নদী পাড়ের দুঃখগুলো জেনে ছিলাম বলেই
 নদী হওয়াও হলোনা আমার !!

ঝড়ের আভাসটা বুঝতে না পারায়
ভেঙেচুড়ে খানখান হলাম ..
বৃষ্টির ম…


কবিতা—ভালোবাসা ৷
শক্তি কুন্ডু ৷

সরল পথটার লুকোনো আঁকিবুকি ধরে ফেলেছিলাম ,
তাই ও দিকে আর হাঁটা হলো না আমার !
নদী পাড়ের দুঃখগুলো জেনে ছিলাম বলেই
 নদী হওয়াও হলোনা আমার !!

ঝড়ের আভাসটা বুঝতে না পারায়
ভেঙেচুড়ে খানখান হলাম ..
বৃষ্টির মেঘ আকাশে উড়তে দেখেও ...ময়ূরের ডানা মেলায় চোখ রেখে
ভুল হয়ে গেলো ....ভিজলাম অকাতরে !
শরীরে রোগ বাসা বাঁধলো...
রোগের আভাস পেলাম হৃদয়ে গিয়ে !

 দেখলাম পূর্বরাগের পালা শেষ হয়ে অভিসারের পথ ধরে বিরহীনির দোড়ে
রোগ ছড়িয়ে গিয়েছে !!
তবে কাঙালিনীর বেশে...!!

সর্বনাশের পতাকা উড়ছে সামনে ...খরস্রোতা নদীর মতো দিকভ্রান্ত মন ...
সুবর্নরেখা ,ইছামতি, ঝিলম হওয়ার স্বপ্নে পাগল ...শুধু সাগরে মেশার আকুতি ...!

এ জীবনে সে স্বাদ মিটবে না জানি ...তবু
ভালোবাসা ভালো থেকো ,
গোলাপে বেঁচে থেকো...কাঁটাতে নয় ৷