Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা  শতাব্দীর শোক
রচনা  সঞ্জিত মণ্ডল
তারিখ ২৯/০৪/২০২০
শতাব্দী শুনি কেঁদে ওঠে বারবার -
ধূম্র মৌন পৃথিবীটাও কি কেঁপে ওঠে আরবার!
মৃত্যু ঘন্টা বেজে ওঠে ওই নানা ঘরে চারিধারে,
শ্মশানে কবরে ভস্ম বহ্নি মাটি চাপা অন্তরে।
একে একে সব নিভ…


কবিতা  শতাব্দীর শোক
রচনা  সঞ্জিত মণ্ডল
তারিখ ২৯/০৪/২০২০
শতাব্দী শুনি কেঁদে ওঠে বারবার -
ধূম্র মৌন পৃথিবীটাও কি কেঁপে ওঠে আরবার!
মৃত্যু ঘন্টা বেজে ওঠে ওই নানা ঘরে চারিধারে,
শ্মশানে কবরে ভস্ম বহ্নি মাটি চাপা অন্তরে।
একে একে সব নিভে যায় দেখি বাতি দিতে কেহ নাই-
সমাধি পূর্ণ হয়ে গেছে বুঝি দেউল শূন্য তাই।
শোভাযাত্রা যে কবে থেমে গেছে ভুলে গেছি ইতিহাস,
প্রিয়তমা কবে বুকে টেনেছিলো জীবনের আশ্বাস।

প্রভাত রবির আদর মাখানো সোনা রোদ মাখা দিন-
দিবা অবসানে থেমে গেছে সেই হারানো সুরের বীণ।
চকিত চাহনি, মনোময় ঠোঁট, সুধামাখা যৌবন-
ত্রস্ত প্রেমিক বুকে টেনে নিয়ে হারায় কতো জীবন।
অর্ঘের মালা শুকিয়ে গিয়েছে পৃথিবীর অভিশাপ-
মরমিয়া বঁধু আসেনিকো আর ছিঁড়ে গেছে ফুলবাস।
কতো তারা দেখি সুনীল গগনে কতো নেভে আর জ্বলে-
কুশলী নাবিক তারা চিনে চলে ভেঙে যাওয়া মাস্তুলে।

আকাশের পানে চেয়ে আছে প্রিয়া ভাষাহীনা প্রার্থনা -
আশা নিরাশার দোলায় দোদুল প্রিয়াকে যায় না চেনা।
বিচ্ছেদ নিশি কে জাগিয়া বসি নীল আকাশেতে মিশে,
সব কোলাহল শান্ত হয়েছে বাতাসের নীল বিষে।
একবার চোখ খুলে দাও প্রিয়া চুম্বন আঁকি চোখে-
গরিমার দীপ জ্বেলে দেবো প্রিয়া মরু সাহারার বুকে।
বিদায় কুহেলী স্মৃতির শ্মশানে শেষ রবি ধুনি জ্বালে-
ভুলে যেও প্রিয়া নিমেষে চকিতে ভালো বেসেছিনু বলে।।
কপিরাইট @সঞ্জিত মণ্ডল ২৯/০৪/২০২০