শিরোনাম- মন রসনা
কলমে- শান্তনু দাস
০২/০৫/২০২০ ইং
-------------------------------------------------------------------
সাড়ে তিন হাত ছিপখানাতে বঁড়শি মস্ত বীর,
অচল জলে ধরবে গো মাছ করলো মনস্থির।
উদবিড়ালীর উদরজাত বিষম লোভের ছোপ্,
শ…
শিরোনাম- মন রসনা
কলমে- শান্তনু দাস
০২/০৫/২০২০ ইং
-------------------------------------------------------------------
সাড়ে তিন হাত ছিপখানাতে বঁড়শি মস্ত বীর,
অচল জলে ধরবে গো মাছ করলো মনস্থির।
উদবিড়ালীর উদরজাত বিষম লোভের ছোপ্,
শনিবারের বারবেলাতে ডোবায় দিলো টোপ।
ঠুকরে চলে ডানকানা'র দল একটু করে চেখে,
অদূরে হাসে চুনোপুঁটি টোপে'র পরখ দেখে।
চৈতি খরা হাতেক জলে পাঁকের সমাবেশ,
শিঙি-মাগুর নিদ্রা পাতে দেয়'না ধরার দেশ।
রুই-কাতলা- চায় না ফিরে অল্প জলের পানে,
চিংড়ি-শোল-আর কৈ যদি'বা নতুন বর্ষা আনে।
রাঘব বোয়াল ছিল তবে বলে নাই আর কাজ,
ঠাঁই নিয়েছে শ্বেত সাগরের অথৈ জলে আজ।
জুটলো তবে বেদম খেটে কয়েকটি হাতে গোনা,
ইতর থালায় দিনের শেষে বেজাত চারাপোনা।
তাইনা দেখে আজকে ছিপের গর্বে ফুলে বুক,
নৈশভোজের আড়ম্বরে করা'য় মিষ্টিমুখ।
ঝাল হয়েছে সুগন্ধি তায় ধনেপাতার বাস,
কাঁটার খোচায় গাল ফুলে রয় ভাতের সর্বনাশ।
------------------------------------------------------------------