অতঃপর একদিন
______________/মারিয়া নূর
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
এ যাত্রায় যদি বেঁচে যাই
তবে আবার একটা কবিতা লিখবো,
যে কবিতা শুধু জীবনের কথা বলবে।
বলবে আনন্দ-উচ্ছ্বাস, হৈ-হুল্লোড়
আর ভালো বাসাবাসির কথা।
যাতে থাকবে না…
অতঃপর একদিন
______________/মারিয়া নূর
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
এ যাত্রায় যদি বেঁচে যাই
তবে আবার একটা কবিতা লিখবো,
যে কবিতা শুধু জীবনের কথা বলবে।
বলবে আনন্দ-উচ্ছ্বাস, হৈ-হুল্লোড়
আর ভালো বাসাবাসির কথা।
যাতে থাকবে না কোনও তাজা রক্তের ঘ্রাণ।
থাকবে না প্রতিহিংসার আগ্রাসন
থাকবে না কোন ক্ষমতার লড়াই।
এ যাত্রায় যদি বেঁচে যাই,
তবে আবার একটা গল্প লিখবো।
যে গল্পের শব্দের ভারে নুয়ে পড়বে না পাঁজর।
তাতে থাকবে একটা সুশীল সমাজের কথা।
থাকবে জাতি গোত্র ধর্ম বর্ণের উর্ধে
সকল প্রাণের একাত্বতার কথা।
থাকবে কেবল ভালো আর ভাতৃত্ব বোধের কথা।
মানুষের সাথে মানুষের নিগূড় আত্মীয়তার কথা।
যেখানে ভালোবাসার দায়ে, সাজা হবে না কারো।
এ যাত্রায় যদি বেঁচে যাই,
তবে আবার একটা ছবি আঁকবো।
যেখানে সবুজের প্রাণে আর জ্বলবে না আগুন;
মমতা জড়ানো মৃত্তিকার বুকে
জেগে উঠবে না একটাও তৃষ্ণার ফাটল!
সে ছবি শুধু স্বপ্নীল সুন্দর প্রকৃতির কথা বলবে।
থাকবে সবুজ থাকবে নীল
থাকবে বন পাহাড় আর ঝর্ণার কলরব।
ধোঁয়ায় ধোঁয়ায় ঢাঁকা থাকবে না
আকাশের স্বচ্ছতা।
দখিনের মন্দ হাওয়াতেও
সেখানে ছড়াবে ছন্দের ঝংকার।
প্রজাপতির পাখায় পাখায় নাচবে
মন মাতানো বাহারী রঙের মুর্ছনা।
পারিজায়ী ফুল-ফসলে ভরে উঠবে
আমার প্রাণের বাংলাদেশ।
এ যাত্রায় যদি বেঁচে যাই,
তবে আবার বাঁধবো, একটা নতুন গান।
যে গানে থাকবে না কোনও জয় বা পরাজয়ের
রক্তে লেখা উপাখ্যান।
শিরাই শিরাই ঘটাবে না কোন প্রতিহিংসার অগ্নুৎপাত।
সে সুরে থাকবে কেবল মায়া! হৃদয়ে হৃদয়ের প্রতি
সন্তানের পিতা-মাতার প্রতি,
বন্ধুর বন্ধনের প্রতি; প্রেমিকের প্রিয়সীনীর প্রতি।
সে গানের পুরো অন্তর জুড়ে থাকবে
শুধু মানুষের কথা;
থাকবে মানবতা, আর মনুষত্বের জয়গান।
এ যাত্রায় যদি বেঁচে যাই
তবে আরও একবার আমরা মুখোমুখী হবো।
না, কোনও আয়োজনের বাহুল্যতা নয়,
শিশির স্নাত একটা ঘাঁসফুল হাতে,
এতদিনের দম বন্ধকরা নিঃশ্বাসের
সবটা একত্রে জড়করে,
ঠিক সেদিনের মতো হাঁটুগেঢ়ে বলো;
"এই মেয়ে, তুই আমার বৌ হবি?"
তারপর বলে দিও শেষ না হওয়া,
সে সব কথা; যা শুনবো বলে
হাজারও আলোকবর্ষ পথ পাড়ি দিয়ে,
আমার বারবার ফিরে আসা।