বেহায়া প্রাণ
____________________
আবারও একটা সকাল হলো রোজদিনকার মতন -- সেই প্রথম সূর্যের ম্লান হাসি, আবারও দিনের যবনিকা পতন যেন একই মুখমন্ডল !
যার গেল,তারই যায় , কার কি আসে যায় !
ওখানে জানলা বন্ধ করে কারা যেন প্রাণের হিসাব নেয় ,…
বেহায়া প্রাণ
____________________
আবারও একটা সকাল হলো রোজদিনকার মতন -- সেই প্রথম সূর্যের ম্লান হাসি, আবারও দিনের যবনিকা পতন যেন একই মুখমন্ডল !
যার গেল,তারই যায় , কার কি আসে যায় !
ওখানে জানলা বন্ধ করে কারা যেন প্রাণের হিসাব নেয় , সবাই যেন আতঙ্কগ্রস্ত --
কি হবে ! এই উন্নয়নের যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে !
তখত্,তাউস, ধন,দৌলত -- যেখানে হাস্যকর
সব গুড়েই বালি, মিছরির আর কি প্রয়োজন !
হায় প্রাণ, তুই মরেও পেলি না মান, এত অর্থ ,
এত অহংকার , এত সব প্রীতি - তোষামোদ ---
অন্তিম খোয়াবের ঝুলিতে নেই কোন নাম।
অশ্বথামা গজ অথবা মানুষ, নামে কি আসে যায়,
'হত' যেই হোক -- এ কিসের সংসার !
রয়ে গেল পুরানো বারান্দা, জামা কাপড়
সবই আজ অবসাদগ্রস্ত !
সকল মানের মধ্যে, শুধু নেই প্রাণ --
বাক্যবুলিতে আর ভরেনা প্রাণের ঝুলি,
খালি বুকে,সোহাগের বাতাসা,
আজ বড্ড তেতো মনে হয় !
#শ্বেতা ব্যানার্জী #