মানুষের জন্য মানুষ বাঁচে
দেশের জন্য জাতি,
সবাইকে ভালোবাসলে হবে
সুধাময় বসুমতি,,
মুছে ফেলো সব দ্বিধা দ্বন্দ্ব
ঘেরাটোপে রাখো নিজেরে,
আমাদের পৃথিবী আমাদেরই হাতে
আমরাই বাঁচাবো তারে।
ডেটল জলে হাতটি ধুয়ে
হও জীবাণু মুক্ত,
পায়ে পায়ে যত ধ…
মানুষের জন্য মানুষ বাঁচে
দেশের জন্য জাতি,
সবাইকে ভালোবাসলে হবে
সুধাময় বসুমতি,,
মুছে ফেলো সব দ্বিধা দ্বন্দ্ব
ঘেরাটোপে রাখো নিজেরে,
আমাদের পৃথিবী আমাদেরই হাতে
আমরাই বাঁচাবো তারে।
ডেটল জলে হাতটি ধুয়ে
হও জীবাণু মুক্ত,
পায়ে পায়ে যত ধুলোবালি
সত্বর করো মুক্ত,
খুশিমনে যদি একাজ করো
শিশুরা বাঁচবে সেদিন,
প্রতি ঘরে ঘরে সূর্যের আলো
বলে যাবে সরে গেলো কালো দিন।
#মঞ্জু চ্যাটার্জি। ৩রা মে।২০২০