Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রুপনারায়ন কেবিল এন্ড ব্রডব্যান্ড সার্ভিস সংস্থার পক্ষ থেকে ত্রান তহবিলে প্রদান

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দুলক্ষ টাকা প্রদান করল রুপনারায়ন কেবিল এন্ড  ব্রডব্যান্ড সার্ভিস সংস্থা

 "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"। বর্তমান করোনাভাইরাস আতঙ্কের সময়ে স্বামীজীর এই মহান বাণী অন…


প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দুলক্ষ টাকা প্রদান করল রুপনারায়ন কেবিল এন্ড  ব্রডব্যান্ড সার্ভিস সংস্থা

 "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"। বর্তমান করোনাভাইরাস আতঙ্কের সময়ে স্বামীজীর এই মহান বাণী অনুসরণ করে চলছে গোটা বিশ্ব। গোটা দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় ইতিমধ্যে দিন দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে রাজ্য ও কেন্দ্র সরকার ত্রান তহবিল গড়ে তুলছেন। সেই ত্রান তহবিলে যাতে সর্বস্তরের মানুষ তাদের সাধ্যমতো কিছু সাহায্য তুলে দেন তার আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি,  প্রতিষ্ঠান এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছে। বৃহস্পতিবার আর সি বি এস (রুপনারায়ন কেবিল এন্ড  ব্রডব্যান্ড সার্ভিস সংস্থা) পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রান তহবিলে একলক্ষ টাকার চেক জেলাশাসক পার্থ ঘোষের হাতে তুলে দেওয়া হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার অনুদান অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। এদিন সংস্থার ডাইরেক্ট তরুন মান্ন সহ অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা শাসকের হাতে চেক তুলে দেওয়া হয়।