Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউন এ দেখা গেল নন্দকুমার থানার পুলিশের মানবিক মুখ

নন্দকুমার থানা এলাকায় অতি দরিদ্র অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নন্দকুমার থানার পুলিশ। নন্দকুমার থানা এলাকার কুমারঅাড়া, কল্যাণপুর,খঞ্চি,নামালক্ষ্যা সহ বেশ কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণ শুরু হলো আজ থেকে। অতি দ…




 নন্দকুমার থানা এলাকায় অতি দরিদ্র অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নন্দকুমার থানার পুলিশ। নন্দকুমার থানা এলাকার কুমারঅাড়া, কল্যাণপুর,খঞ্চি,নামালক্ষ্যা সহ বেশ কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণ শুরু হলো আজ থেকে। অতি দরিদ্র ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালো নন্দকুমার থানার পুলিশ, বাড়ি বাড়ি গিয়ে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি চাল,ডাল,সরষের তেল, সাবান সহ মাস্ক দেওয়া হয়। প্রায় ১৩০০ দুস্থ পরিবারের হাতে তুলে দেয়া হবে এই দান সামগ্রী। প্রথম দিন অর্থাৎ সোমবার প্রায় দেড়শ জন বৃদ্ধ বৃদ্ধার হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন নন্দকুমার থানার অফিসার ইনচার্জ গোপাল পাঠক।  এর পাশাপাশি পরিবারকে গুলিকে অনুরোধ করা হয় বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা যেন বাড়ির বাইরে না বের হয়। যদি কোনো বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক সমস্যা সহ ওষুধের প্রয়োজন হয় তাহলে যেন থানায় জানানোর হয়। তাহলে থানা থেকে প্রয়োজনীয় ঔষধ পৌঁছানো সহ ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয়া  হবে।