সরকারের নির্দেশ সোমবার সকাল দশটায় খুলে যাবে সমস্ত মদের দোকান।সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মদের দোকানের সামনে দীর্ঘ লাইন।
সোমবার সকালে নির্দেশ আসে বিকেল তিনটে খুলতে হবে মদের দোকান। কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা…
সরকারের নির্দেশ সোমবার সকাল দশটায় খুলে যাবে সমস্ত মদের দোকান।সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মদের দোকানের সামনে দীর্ঘ লাইন।
সোমবার সকালে নির্দেশ আসে বিকেল তিনটে খুলতে হবে মদের দোকান। কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সূরা প্রেমীরা ধৈর্য হারিয়ে ফেলে। আর তাতেই শুরু হয় বিক্ষোভ। নন্দকুমার থানা এলাকার একটি মদের দোকানে এমনই চিত্র ধরা পড়ল। সকালে মদের দোকান খুললেও পরে নির্দেশ আশায় সেই দোকানটি আবার বন্ধ করে দিতে বাধ্য হয় দোকানের মালিক। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সূরা প্রেমীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মদের দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ যায়। পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দেয় সূরা প্রেমীদের।