ভোররাতে ব্যাপক ঝড় বৃষ্টিতে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।।
বর্তমানে গোটা দেশে দীর্ঘ লকডাউন চলছে। সাধারণ কৃষক থেকে চাষিরা অসহায় হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে।তার …
ভোররাতে ব্যাপক ঝড় বৃষ্টিতে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।।
বর্তমানে গোটা দেশে দীর্ঘ লকডাউন চলছে। সাধারণ কৃষক থেকে চাষিরা অসহায় হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে।তার উপর গতকাল রাত থেকে ভোর রাত পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি হয়। এর ফলে বোরো ধান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, এগরা, পটাশপুর, ভগবানপুর এলাকায়। বিশেষ করে এগরা মহাকুমায় বেশি ক্ষতি হয়েছে ধানের। কিছু ধান কাটা হয়ে গেলেও ঝড় এবং বৃষ্টির জলে সম্পূর্ণ ধানের গাছ জলে ডুবে যায়। ফলে এই মুহূর্তে ধান জল থেকে থেকে শুকনো জায়গায় তুলতে হচ্ছে চাষীদের। কৃষি শ্রমিকের অভাবে বাড়ির লোকেরা সেই ধান শুকনো জায়গায় তুললে হচ্ছে। এবারে পূর্ব মেদিনীপুর জেলায় 1 লক্ষ 22 হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। গতকাল ঝড় বৃষ্টিতে প্রায় 45% বোরো ধানের ক্ষতি হয়েছে বলে ফোনে জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক। এবারে ধানের ফলন ভালো হলেও ব্যাপক ঝড়-বৃষ্টিতে প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। দু-চার দিনের মধ্যেই চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান জেলা কৃষি অধিকর্তা।
