অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় তমলুকের বিদ্যুৎ সাপ্লাই দপ্তরের ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজার এর অফিস বিজলি ভবনে বিক্ষোভ দেখানো হয়। এবং কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ আইন 2003 …
অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকাল ১১টায় তমলুকের বিদ্যুৎ সাপ্লাই দপ্তরের ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজার এর অফিস বিজলি ভবনে বিক্ষোভ দেখানো হয়। এবং কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ আইন 2003 সংশোধনী 2020 তার প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয় । কারণ এই আইনের দ্বারা বিদ্যুৎকে পুরোপুরি কুক্ষিগত করা হচ্ছে । সেইজন্য ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি এখানে হয়। সারা রাজ্যের পাশাপাশি সারা জেলাতে এ বিক্ষোভ কর্মসূচি চলছে। অগ্নিসংযোগ এবং বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন জেলা সম্পাদক প্রদীপ দাস এবং সহ-সভাপতি প্রণব মাইতি, তমলুক শাখা সম্পাদক আশীষ দে।এবেকার দাবি লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিন মাস বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দিতে হবে। লকডাউন স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন লাইন কাটা চলবে না।k
