Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

বিষয়-কবিতা
কবিতা-"বিশ্বকবি রবি"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-০৬/০৫/২০২০.
***********************************
বাংলার গর্ব, বাঙালির গর্ব
      তুমি যে বিশ্বকবি,
আজি এই পঁচিশে বৈশাখ
      চারিদিকে শুনি, শুধু রবি, রবি!
তোমার…


বিষয়-কবিতা
কবিতা-"বিশ্বকবি রবি"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-০৬/০৫/২০২০.
***********************************
বাংলার গর্ব, বাঙালির গর্ব
      তুমি যে বিশ্বকবি,
আজি এই পঁচিশে বৈশাখ
      চারিদিকে শুনি, শুধু রবি, রবি!
তোমার পরশে বাংলা ভাষা
       পেয়েছে কতো সম্মান,
গানে গানে ভরেছে ভূবন
       কতো না তোমার অবদান!
আজ ও যেন কানে আসে
      তোমার গানের মিঠে সুর,
তোমার পদধূলি আজ ও ছড়িয়ে
       শান্তিনিকেতন বোলপুর!
প্রকৃতির মাঝে কত চলা
       ঘুরেছো কত হেথায়,
আকাশে বাতাসে কতো গান ভাসে
       আজ ও শুনি পলাশের ছায়ায়!
বিশ্বদুয়ারে ভারতকে তুমি
       চিনিয়েছিলে সেদিন,
তাইতো তুমি বিশ্বকবি
      তুমি যে তুলনাহীন!
কতো অমর কীর্তি আজ ও রাখা
       বিশ্বভারতীর প্রাঙ্গণে,
হেথায় কত বিশ্ববাসী আসে
      দেখে সবাই অবাক নয়নে!
তোমার প্রতিভা যায় না মাপা
       কতো না অমর সৃষ্টি,
তোমারে চেনা নয়তো সহজ
      চাই যে সবার দূরদৃষ্টি!
তোমার কলমের কালিতে লেখা হয়েছে
        কতো উপন্যাস, কতো গল্প,
লেখা হয়েছে নাটক, কবিতা, গান
       বিপুল সে সৃষ্টি,নয় তা অল্প!
তোমার সৃষ্টির ইতিহাস কভু
       যাবে না কেউই ভুলে,
তোমার লেখা পড়ছে সবাই
       আজ ও কতো না পাঠশালে!!
তোমারে আজ স্মরণ করতে পেরে
        মোরা সবাই সত্যিই খুশি,
তোমার চরণে জানাই প্রণাম
      সবার মুখে তুমি দিয়ে রেখো হাসি!!
***********************************