Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ০৭
বিষয় – “মধুমাস বৈশাখ”
কবিতা – ‘মধুর সুখে’
নীলকান্ত
০১-০৫-২০২০

অভিধান মেনে বলি চৈত্রটা মধুমাস
বদলে হয়েছে আজ জৈষ্ঠ্য বা বৈশাখ ।
মধু মানে বসন্ত সুরেলা পিকের ডাক
কোকিলের অপর নাম তাই হল মধুসখ ।

চৈত্রের…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ০৭
বিষয় – “মধুমাস বৈশাখ”
কবিতা – ‘মধুর সুখে’
নীলকান্ত
০১-০৫-২০২০

অভিধান মেনে বলি চৈত্রটা মধুমাস
বদলে হয়েছে আজ জৈষ্ঠ্য বা বৈশাখ ।
মধু মানে বসন্ত সুরেলা পিকের ডাক
কোকিলের অপর নাম তাই হল মধুসখ ।

চৈত্রের দিনময় উতলা দখিণা বায়
শাখে শাখে ফুলমেলা সুবাসেতে মধুময় ।
ভোরের হিমেল ছোঁয়া শিশিরেতে ঘাসে ঘাসে
পায়ে পায়ে হেটে চলা কুহুরব কানে আসে ।

চণ্ডীদাসের কিম্বা মুকুন্দ কবির কথা
চৈত্রেই মধুমাস পেয়েছিল মান্যতা ।
খনা বলে মধুমাসে চৈত্রে প্রথম দিনে
বার দেখে আশুকাল সকলেই নাও জেনে ।

সময়ের ব্যবধানে শব্দের অবনতি
মধুমাস তাই আজ গ্রীষ্মেই পায় গতি ।
পরিবেশ বদলেছে জীবনের গুনমান
অভিধানে থাক তোলা চৈত্রের মধু নাম ।

কাঠফাটা রোদ্দুরে নিদাঘ দিনের শেষে
উৎকণ্ঠায় কাটে কালবৈশাখী ত্রাসে ।
তবুও আম কাঁঠাল জাম লিচু আনারসে
গ্রীষ্মেই মাতে মন রসালো এ মধুমাসে ।

ফুটি আতা জামরুল বেলপানা তাল শাঁস
তরমুজে মজে মন কনুই গড়ানো রস ।
সে রসেই রসনার তৃপ্তিতে ঘুম আসে
ঘামে ভেজা শরীরের ক্লান্তিতে মধুমাসে ।