সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৭
বিষয় - মধুমাস বৈশাখ
বিভাগ - কবিতা
শিরোনাম - বৈশাখের আগমনী বার্তা
কলমে - সুব্রত মিত্র
কলকাতা ৭০০১৫০,২৭/০৪/২০২০
নব নূপুরের ছন্দে বলব আনন্দে
হে নব বৈশাখ ; এসো হে এস…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৭
বিষয় - মধুমাস বৈশাখ
বিভাগ - কবিতা
শিরোনাম - বৈশাখের আগমনী বার্তা
কলমে - সুব্রত মিত্র
কলকাতা ৭০০১৫০,২৭/০৪/২০২০
নব নূপুরের ছন্দে বলব আনন্দে
হে নব বৈশাখ ; এসো হে এসো হে ,,,,, ,,, ,,
এসো নব দখিন হাওয়ায় ,
এসো দখিন দাওয়ায় এসো এসো ,,,, ,,, ,,
মোর যত অহংকার , যত তৃষ্ণা ,
যত হাহাকার মুছে দাও মুছে দাও
এসো দ্বারে শান্তির গান গাও ।
তব আগমনে যেন হই পাগলপারা
পুষ্পের গন্ধে হই দিশেহারা,
তোমার শরীরের ঐ মিলনের জামা দাও ;দাও ; দাও পরায়ে
হে নব বৈশাখ মোদেরে লও জড়ায়ে ।
ঘাসগুলো নেচে চলে মাধবীর ডাকে
কৃষ্ণের চূড়া পরাবে যে কাকে ,
আমি তব পথিক লজ্জা
সুন্দর সুন্দর বৈশাখী ধরণী আজ রূপ সজ্জা ।
কচি কচি পাতাদের ভিড়ে
মুখরিত কোলাহল নেচে নেচে ওঠে
ছোটছোট পাখিদের নীড়ে
সোনালী গ্রীষ্মের চমক লাগা রোদে
জামরুল গাছটি হাসে বৈশাখে
অসীম আকাশ তার নির্যাস ঢেলে বলে
বৈশাখী আদরে ফুলপরী নৃত্যের তালে ,
গাছে গাছে , ডালে ডালে ।
-----------------সমাপ্ত--------------
বিষয় - মধুমাস বৈশাখ
বিভাগ - কবিতা
শিরোনাম - বৈশাখের আগমনী বার্তা
কলমে - সুব্রত মিত্র
কলকাতা ৭০০১৫০,২৭/০৪/২০২০
নব নূপুরের ছন্দে বলব আনন্দে
হে নব বৈশাখ ; এসো হে এসো হে ,,,,, ,,, ,,
এসো নব দখিন হাওয়ায় ,
এসো দখিন দাওয়ায় এসো এসো ,,,, ,,, ,,
মোর যত অহংকার , যত তৃষ্ণা ,
যত হাহাকার মুছে দাও মুছে দাও
এসো দ্বারে শান্তির গান গাও ।
তব আগমনে যেন হই পাগলপারা
পুষ্পের গন্ধে হই দিশেহারা,
তোমার শরীরের ঐ মিলনের জামা দাও ;দাও ; দাও পরায়ে
হে নব বৈশাখ মোদেরে লও জড়ায়ে ।
ঘাসগুলো নেচে চলে মাধবীর ডাকে
কৃষ্ণের চূড়া পরাবে যে কাকে ,
আমি তব পথিক লজ্জা
সুন্দর সুন্দর বৈশাখী ধরণী আজ রূপ সজ্জা ।
কচি কচি পাতাদের ভিড়ে
মুখরিত কোলাহল নেচে নেচে ওঠে
ছোটছোট পাখিদের নীড়ে
সোনালী গ্রীষ্মের চমক লাগা রোদে
জামরুল গাছটি হাসে বৈশাখে
অসীম আকাশ তার নির্যাস ঢেলে বলে
বৈশাখী আদরে ফুলপরী নৃত্যের তালে ,
গাছে গাছে , ডালে ডালে ।
-----------------সমাপ্ত--------------