Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৭
বিষয়ঃ মধুমাস বৈশাখ।
শিরোনামঃ বৈশাখী ফল আম।
কলমেঃ ভবানী প্রসাদ দাসগুপ্ত
তারিখঃ ০২/০৫/২০২০
স্বরবৃত্তে ছন্দে(৪+৪+৪+৪)
মাঘ ফাগুণে মুকুল আসে চৈত্র মাসে গুটি,
শেষ বৈশাখে আম পাকে স্বাদে পরিপাটি।
ছোটবেলায় খ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৭
বিষয়ঃ মধুমাস বৈশাখ।
শিরোনামঃ বৈশাখী ফল আম।
কলমেঃ ভবানী প্রসাদ দাসগুপ্ত
তারিখঃ ০২/০৫/২০২০
স্বরবৃত্তে ছন্দে(৪+৪+৪+৪)
মাঘ ফাগুণে মুকুল আসে চৈত্র মাসে গুটি,
শেষ বৈশাখে আম পাকে স্বাদে পরিপাটি।
ছোটবেলায় খেয়েছি মামার বাড়ীর আম
রঙ তার টকটকে লাল সিন্দুর রাঙা নাম।
হরেক রকম পাকা আম বাজারেতে আসে,
ফজলী ল্যাংরা গুটি আম সবাই ভালবাসে।
স্বাদে গন্ধে হিমসাগরের তুলনা যে নাই,
গোপালভোগও বাজি রেখে করছে বড়াই।
বৈশাখের দুপুরবেলা গরমে অতিষ্ঠ জীবন,
কাঁচা আমের চাটনি খেলে জুড়ায় পরান।
পোড়া আম আর পোড়া মরিচ খেতে বড় মজা,
আমের লোভে গাছে উঠলে পেতে হতো সাজা।
আমের আচার,আমসত্ত্ব নানা পদের বাহার,
মেলা খেলায় ছেলে-মেয়ের পছন্দের খাবার।
দুধে ভাতে আমরসে মুখে খাবার রুচি আনে,
হজমে পুষ্টিগুণে আমই সেরা জানে সর্বজনে।
     🌹(কবিস্বত্ত্ব সংরক্ষিত)🌹