অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা, পর্ব ০৭
বিষয় - মধুমাস বৈশাখ
বিভাগ কবিতা
কবিতার নাম - মধু মাখি বৈশাখী
কবির নাম - রমলা মুখার্জী
তারিখ - ৩০.০৪.২০২০
মধুমাখা বৈশাখী হাওয়ায় নতুন বছর আসে,
আম-বাঙালি হাসি,গান,…
সাপ্তাহিক প্রতিযোগিতা, পর্ব ০৭
বিষয় - মধুমাস বৈশাখ
বিভাগ কবিতা
কবিতার নাম - মধু মাখি বৈশাখী
কবির নাম - রমলা মুখার্জী
তারিখ - ৩০.০৪.২০২০
মধুমাখা বৈশাখী হাওয়ায় নতুন বছর আসে,
আম-বাঙালি হাসি,গান, আনন্দেতে ভাসে।
বৈশাখ, তুই মধুমাস, তবে প্রখর তোর তেজ...
ভোরের দিকে তোর বুকে মিষ্টি মিঠেল আমেজ ।
তুই মাঝে মাঝে বড় ক্ষেপে যাস, ঝড়ে কাঁপে কালো কেশ-
বজ্র- মানিক গলায় পরে প্রলয় নাচিস বেশ ।
বৈশাখ, তোর সাজের বাহার দেখে উতল মন.....
লালের ছোঁয়ায় আগুন জ্বালায় কৃষ্ণাচূড়ার বন ।
শুভ বৈশাখে ধূপ-ধূনো-শাঁখে বাজে কুরুক-তাক.....
সবার আলয়ে বুকের নিলয়ে প্রাণের রবীন্দ্রনাথ ।
মধু বৈশাখী কোমলতা মাখি দেখা দিস এই বাংলায় -
পাকে লিচু, আম, জামরুল, জাম খায় চেটে পুটে হ্যাংলায় ।
লাল তরমুজা, ফুটি, খরমুজা, করে যে আপ্যায়ন,
কলমী, করলা, ভেন্ডী, পটলা, জানায় সম্ভাষণ ।
বৈশাখে আতর মাখে মাধবীলতা, বেলী-
গন্ধে পাগল, খুলছে আগল, ফুটছে চাঁপার কলি ।
সৌরভে ভরা বৈশাখ তোর গৌরবে ভরা ধন -
তবু কেন তুই তাপিত কুপিত, ফুঁসিস অনুক্ষণ ।
এত তপ্ত তো ছিলিস না তুই, এত দারুণ দহন!
বুঝেছি, এর কারণই হল বিশ্ব উষ্ণায়ণ ।
সামনে বর্ষা দিচ্ছি ভরসা, লাগাবো তারে কাজে -
বন সৃজন করে সবুজ আনবো মর্ত্য মাঝে।