Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

বিষয়# মধুমাস বৈশাখ

কবিতা#  বৈশাখ

বৈশাখ মানে বর্ষবরণ
গাজন, চড়ক মেলা,
বৈশাখ মানে নতুন পোশাক
হৃদের খুশিতে দোলা ।

কালো মেঘের ঘনঘটা
আঁধার রোদের খেলা,
বৈশাখী ঝড়ে বৃষ্টি ভিজে
আম কুড়োনোর পালা ।

মেঘের আড়ালে রঙ এর উঁকি
রামধনুতে আঁকা,
ব…

বিষয়# মধুমাস বৈশাখ

কবিতা#  বৈশাখ

বৈশাখ মানে বর্ষবরণ
গাজন, চড়ক মেলা,
বৈশাখ মানে নতুন পোশাক
হৃদের খুশিতে দোলা ।

কালো মেঘের ঘনঘটা
আঁধার রোদের খেলা,
বৈশাখী ঝড়ে বৃষ্টি ভিজে
আম কুড়োনোর পালা ।

মেঘের আড়ালে রঙ এর উঁকি
রামধনুতে আঁকা,
বেল, জুঁই, রজনীগন্ধার
সুবাস বাতাসে মাখা ।

বৈশাখ মানে রবীন্দ্রজয়ন্তী
ছোট , বড় সব বেলা,
বৈশাখ মানে রবীঠাকুরের
কবিতা, গানের ভেলা ।।

    তিতাস
27/04/2020