দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা -৪
বর্ষা রাতে
কবিতা
পারমিতা চ্যাটার্জী
২০/০৬/২০
কখন যেনো বদলে গেলে তুমি,
বর্ষা এলেই হাতছানি দিয়ে ডাকে,
তোমার আমার ফেলে আসা দিনগুলি।
তবুও আমি ডাকিনা তোমাকে কাছে,
আমি জানি যে তুমি আমার হয়েও
আমার…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা -৪
বর্ষা রাতে
কবিতা
পারমিতা চ্যাটার্জী
২০/০৬/২০
কখন যেনো বদলে গেলে তুমি,
বর্ষা এলেই হাতছানি দিয়ে ডাকে,
তোমার আমার ফেলে আসা দিনগুলি।
তবুও আমি ডাকিনা তোমাকে কাছে,
আমি জানি যে তুমি আমার হয়েও
আমার থেকে অনেক দূরের পথে।
তবে থাকনা তোলা স্মৃতির পাতায়
বর্ষা রাতের গোপন ছবি একটি সাদা খাতায়।
যে পথে তুমি এসেছিলে বন্ধু হয়ে,
ফিরে যাও বন্ধু আবার সেই পথে।
আমার কবিতা এখন অন্য কথা বলে,
সে কথায় তুমি নেই বন্ধু, আছে শুধু এক
অজানা ভালোবাসার ছবি,
যার সন্ধান আমিও পাইনা খুঁজে।
আমিও পাইনা খুঁজে মনের চোরা গহ্বরকে
কি জানি কি কথা লুকিয়ে আছে সেখানে।
সময় হলে আপনি আসবে সে সামনে,
থাক না সে আছে যেখানে।
আজও রিমঝিম আষাঢ়ের বৃষ্টির মাঝে
লুকিয়ে আছে অনেক কবিতা,
অনেক না বলা ব্যাথা, না বলা কথা।
কবিতা আমার বুকের মাঝে আছে
সে যাবেনা কখনও ভিজে অমলিন হয়ে,
আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টি ধারায়,
সে সুর হয়ে বেজে যাবে গোপনে
আমার একলা বর্ষা রাতে।