Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
কবিতা  শহীদ
লেখক সঞ্জিত মণ্ডল
তারিখ ৬ই আষাঢ় শনিবার ১৪২৭,২০/৬/২০
কবিতা শহীদ
তাহলে কী বলো বীর জওয়ানেরা শুধু শুধু প্রাণ দিলো!
ওরাও ঢোকেনি আমরা যাইনি লড়াইটা কোথা হলো!
উপগ্রহতে যে ছবি দেখেছি সেটা তো দেশের ভিতরে -
কা…


দৈনিক প্রতিযোগিতা
কবিতা  শহীদ
লেখক সঞ্জিত মণ্ডল
তারিখ ৬ই আষাঢ় শনিবার ১৪২৭,২০/৬/২০
কবিতা শহীদ
তাহলে কী বলো বীর জওয়ানেরা শুধু শুধু প্রাণ দিলো!
ওরাও ঢোকেনি আমরা যাইনি লড়াইটা কোথা হলো!
উপগ্রহতে যে ছবি দেখেছি সেটা তো দেশের ভিতরে -
কারা ঢুকেছিল কারা মেরে গেলো সেনানী শহীদ করে!

শহীদ সেনানী মাতৃভূমিতে প্রাণ দিলো অকাতরে,
মনেতে ধন্দ দায়টা কে নেবে সত্য জানাবে কে রে।
গলওয়ানে নয় তাহলে কোথায় কে কাকে মেরেছে আগে-
খবরে বলেছে ধরে নিয়ে গেছে আরো বারো জোর করে।

কার চোখে কে যে ধুলো দিতে চায় বোঝা গেলো নাকো আজও -
স্তোক দেওয়া কথা তথ্য ওড়ানো প্রমাণ রয়েছে কতো।
যারা প্রাণ দিলো অমর শহীদ দেশের সুসন্তান -
সারা দেশ জানে সীমান্ত কথাটা কারা কেড়ে নিলো প্রাণ।

ব্যর্থতা কার জবাব কে দেবে শহীদ স্মরণ গাথা-
যারা হারিয়েছে তারা শুধু জানে দারুণ মর্মব্যথা।
কারো কথা ছিলো বিবাহ বাসর কেউ ঘর বেঁধেছিল,
কেউ মা- বাবার অন্ধ যষ্টি শেষ হয়ে ঝরে গেলো।

অতি সক্রিয় কথাটা বলেছ মানে নিশ্চয়ই জানো
সেনা চৌকি যে দখল করেনি সে কথাটা দেখি মানো।
এমন কথাও বলতে শুনেছি যে তাকাবে বিষ নজরে,
উচিত শিক্ষা তারা নাকি পাবে খালি হাতে লড়ে মরে!

তবুও প্রশ্ন থেকে যায় কতো রক্তে লাল লাদাখ-
বজ্র আঁটুনি গেরোটা ফস্কা কোথা রয়ে গেছে ফাঁক!
কথার প্যাঁচেতে সত্য মিথ্যা গুলিয়ে যাচ্ছে সব-
গলওয়ানে দেখি কার্গিল ছায়া কতো সেনা হলো শব!

শীত মরসুমে ছাড়ান পর্বে কারা কতো ঢুকে পড়ে
শহীদ সেনানী একা নয় শুধু তার সংসার টা ও মরে।
টাইগার হিল, টোলেরিং, দ্রাস আর বাটালিক জানে,
ভারত মাতার বীর সেনানীরা লড়ে মরে রণভূমে।
কপিরাইট @সঞ্জিত মণ্ডল ২০/০৬/২০২০